ভারতের ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক বারবার পরিবর্তিত হয়েছে— কখনও রোহিত শর্মা তো কখনও শুভমান গিল। কিন্তু একটি বিষয় কিছুতেই বদলাচ্ছে না: আর তা হলো টসে হার। সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচেও টসে পরাজয় হলো টিম ইন্ডিয়ার। এই নিয়ে টানা ১৮টি ওয়ানডে ম্যাচে টসে হারল ভারত, যা এক বিরল ‘রেকর্ড’।
টসে হার-জিত সম্পূর্ণ ভাগ্যের খেলা, তা সত্ত্বেও এমন টানা পরাজয় কিছুটা হলেও দলের মনোবলে প্রভাব ফেলতে পারে। তথ্য অনুযায়ী, এই ১৮টি টস হারের মধ্যে একাই রোহিত শর্মা ১৫টি টস হেরেছেন।
অন্যদিকে, তরুণ তারকা শুভমান গিল যিনি এই সিরিজে নেতৃত্ব দিচ্ছেন, তিনিও টানা তিনটি একদিনের ম্যাচে টসে হারলেন।
ধারাবাহিকভাবে টসে হারলেও টিম ইন্ডিয়ার পারফরম্যান্সে তার কতটা প্রভাব পড়ছে, তা অবশ্য মাঠের খেলায় প্রমাণ হবে। তবে এই পরিসংখ্যানটি ক্রিকেটপ্রেমীদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।