টানা তিন হারের পর কঠিন সমীকরণে ভারত, সেমিফাইনালে যেতে ২৩ তারিখের ম্যাচই শেষ ভরসা!

মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপে ঘরের মাঠে শিরোপা জেতার স্বপ্ন এখন অনিশ্চিত হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) নেতৃত্বাধীন ভারতীয় দলের। টানা তৃতীয় হারের পর, সেমিফাইনালে না পৌঁছেই ছিটকে যাওয়ার মুখে এসে দাঁড়িয়েছে ভারত।প্রথমে দক্ষিণ আফ্রিকা এবং পরে অস্ট্রেলিয়ার কাছে হারের পর, গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ১০ ওভারে ম্যাচ হাতছাড়া করেছে ভারতীয় দল। ভারতকে হারিয়ে ৯ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড ইতিমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে। অন্যদিকে, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা আগেই সেমিফাইনালে পৌঁছনোয়, এখন সেমিফাইনালে মাত্র একটি স্থান বাকি রয়েছে।সেমিফাইনালের সমীকরণ:পাঁচটি করে ম্যাচ শেষে অস্ট্রেলিয়া (৯ পয়েন্ট), ইংল্যান্ড (৯ পয়েন্ট) এবং দক্ষিণ আফ্রিকা (৮ পয়েন্ট) সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে।দলম্যাচ সংখ্যাপয়েন্টনেট রান রেটভারত৫৪+০.৫২৬নিউজিল্যান্ড৫৪-০.২৪৫পাঁচটি করে ম্যাচ খেলা ভারত এবং নিউজিল্যান্ডের ঝুলিতে এখন চারটি করে পয়েন্ট রয়েছে। দুই দলেরই দুটি করে ম্যাচ বাকি। এই পরিস্থিতিতে আগামী ২৩ তারিখে মুম্বইতে অনুষ্ঠিত হতে চলা ভারত-নিউজিল্যান্ড ম্যাচই কার্যত চতুর্থ সেমিফাইনালিস্ট নির্ধারণ করে দেবে। এই ম্যাচে জয়ী দল ফাইনালের দিকে আরও এক পা বাড়িয়ে রাখতে পারবে।ভারতের জন্য কী সুযোগ রয়েছে?বর্তমানে নেট রান রেটে নিউজিল্যান্ডের (+০.৫২৬ বনাম -০.২৪৫) চেয়ে ভারত অনেকটাই এগিয়ে আছে, যা ভারতের বড় সুবিধা।সবচেয়ে সহজ পথ: নিউজিল্যান্ডকে হারানো এবং এরপর শেষ ম্যাচে বাংলাদেশকে হারানো।অন্যান্য সম্ভাবনা: যদি ভারত নিউজিল্যান্ডের কাছে হেরেও যায়, তবুও শেষ ম্যাচে বাংলাদেশকে হারাতে হবে। সেক্ষেত্রে নিউজিল্যান্ডকে তাদের শেষ ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের কাছে হারতে হবে। এই পরিস্থিতিতে নেট রান রেটই ভারতের সেমিফাইনালে যাওয়ার দরজা খুলে দেবে।এছাড়া, শেষ দুটি ম্যাচে ভারত এবং শ্রীলঙ্কাকে হারাতে পারলে বাংলাদেশেরও সেমিফাইনালে পৌঁছনোর ক্ষীণ সম্ভাবনা রয়েছে। তবে নেট রান রেটে অনেক পিছিয়ে থাকায় তা তাদের জন্য বড় বাধা।সবমিলিয়ে, ২৩ তারিখের ভারত-নিউজিল্যান্ড ম্যাচটি দুই দলের জন্যই ‘ডু-অর-ডাই’ হতে চলেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy