তামিলনাড়ুর চেন্নাইয়ের রাধাকৃষ্ণাণ স্টেডিয়ামে শেষ হল ১৩ দিনব্যাপী জুনিয়র হকি বিশ্বকাপের রুদ্ধশ্বাস ফাইনাল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর স্পেনকে পরাজিত করে অষ্টমবারের জন্য জুনিয়র হকি বিশ্বকাপ খেতাব ধরে রাখল জার্মানি। এই জয়ের ফলে তারা নিজেদের রেকর্ড আরও বাড়িয়ে নিল, যার ধারেকাছেও নেই অন্য কোনো দল।
ফাইনালে হাইভোল্টেজ ড্রামা
বুধবার জার্মানি বনাম স্পেনের এই হাইভোল্টেজ ফাইনাল নির্ধারিত সময়ে ১-১ গোলে অমীমাংসিত থাকে। এরপর ম্যাচ গড়ায় শুটআউটে। প্রথমার্ধে স্প্যানিশ আর্মাডা পাঁচটি পেনাল্টি কর্নার পেলেও, গোল করতে ব্যর্থ হয়। অন্যদিকে, জার্মানি আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে খেলার ২৬ মিনিটে জাস্টাস ওয়ারওয়েগের ফিল্ড গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায়।
তবে, দ্বিতীয়ার্ধে ৩৩ মিনিটে নিকোলাস মুস্তারস-এর গোলে সমতায় ফেরে স্পেন। সমতাসূচক গোলের পর স্প্যানিশ দল ছন্দে ফিরলেও, জার্মান রক্ষণ ভাঙা তাদের পক্ষে সম্ভব হয়নি। শেষ কোয়ার্টারে দুই দলই রক্ষণাত্মক খোলস ছেড়ে আক্রমণে নামলেও, শুটআউটে গড়ায় খেলা।
শুটআউটে জার্মান দুর্গের প্রহরীই নায়ক
শুটআউটে প্রথম দুটি প্রচেষ্টায় জার্মানি ব্যর্থ হলেও, তারা শেষ পর্যন্ত স্নায়ু ধরে রেখে ৩-২ গোলে জয় তুলে নেয়। জার্মানির জয়ের নায়ক হয়ে ওঠেন গোলরক্ষক জ্যাসপার ডিটজার। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধেও তিনি শুটআউটে দলকে জিতিয়েছিলেন। স্পেনের পরিবর্ত গোলরক্ষক দিয়েগো পালোমেরো দুটি সেভ করা সত্ত্বেও স্ট্রাইকারদের ব্যর্থতায় খেতাব অধরা থেকে যায়।
পোডিয়াম ফিনিশ ভারতের
এর আগে ব্রোঞ্জপদক ম্যাচে স্মরণীয় প্রত্যাবর্তনে ঘরের মাঠে পোডিয়াম ফিনিশ করল ভারতীয় দল। আর্জেন্তিনাকে ৪-২ গোলে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতল ‘মেন ইন ব্লু’র যুব দল। সবচেয়ে নাটকীয় ঘটনাটি ঘটে শেষ কোয়ার্টারে, যেখানে দুই গোলে পিছিয়ে পড়েও ভারত শেষ ৯ মিনিটে অঙ্কিত পাল, মনমীত সিং, সারদানন্দ তিওয়ারি এবং আনমোল এক্কার গোলে চারটি গোল তুলে নিয়ে অবিশ্বাস্য জয় ছিনিয়ে নেয়।