জয় দিয়ে সুপার কাপ শুরু মুম্বাই সিটি এফসি-র, স্পোটিং ক্লাব দিল্লিকে ৪-১ গোলে উড়িয়ে দিলেন ক্র্যাটকির ছেলেরা

ইন্ডিয়ান সুপার কাপ-এ জয় দিয়েই যাত্রা শুরু করল মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। সোমবার সন্ধ্যায় গোয়ার স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে পেট্র ক্র্যাটকির (Petr Kratky) দল নতুন ফুটবল দল স্পোর্টিং ক্লাব দিল্লি-র মুখোমুখি হয়েছিল। খাতায়-কলমে অনেক এগিয়ে থাকা মুম্বাই শিবির প্রত্যাশিতভাবেই ম্যাচের রাশ হাতে নেয় এবং নির্ধারিত সময়ের শেষে ৪-১ গোলের ব্যবধানে সহজ জয় ছিনিয়ে নেয়।

ম্যাচের বিবরণ:

ফলাফল: মুম্বাই সিটি এফসি ৪ – ১ স্পোর্টিং ক্লাব দিল্লি।

গোলদাতা (মুম্বাই): এদিন দলের হয়ে জোড়া গোল করেন বিক্রম প্রতাপ সিং। এছাড়াও একটি করে গোল করেন জর্জ পেরেইরা দিয়াজ এবং হোসে ওর্টিজ।

গোলদাতা (দিল্লি): পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন আন্দ্রেই আলবা, যদিও ব্যবধান কমানোর জন্য সেটা যথেষ্ট ছিল না।

ম্যাচের গতিপথ:

মুম্বাই সিটি এফসি ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল। প্রথম কোয়ার্টারের মাত্র ছয় মিনিটের মাথায় জর্জ পেরেইরা দিয়াজের গোলে মুম্বাই এগিয়ে যায় (১-০)। এরপর মিনিট তিনেকের মধ্যেই ফের গোল করেন বিক্রম প্রতাপ সিং (২-০)। প্রথমার্ধের মাঝামাঝি, ৩২ মিনিটের মাথায় ওর্টিজের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় মুম্বাই।

দ্বিতীয়ার্ধে, ৭৫ মিনিটের মাথায় পেনাল্টি থেকে আলবা গোল করে ব্যবধান কমানোর চেষ্টা করলেও, শেষ মুহূর্তে ফের গোল হজম করতে হয় দিল্লিকে। এবার নিজের দ্বিতীয় গোলটি করে ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত করেন বিক্রম প্রতাপ সিং।

আকাশ মিশ্রার প্রত্যাবর্তন:

এই ম্যাচে জয়ের পাশাপাশি সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনাটি ছিল ডিফেন্ডার আকাশ মিশ্রার মাঠে ফেরা। গত ২০২৩-২০২৪ মরশুমে ACL ইনজুরির কারণে প্রায় দেড় বছর মাঠের বাইরে থাকার পর এই ম্যাচে চনমনে মেজাজে ধরা দেন এই ভারতীয় ফুটবলার।

প্রত্যাবর্তন নিয়ে আকাশ মিশ্রা বলেন, “নিজের চেনা পরিবেশে ফিরে আসতে পেরে যথেষ্ট ভালো লাগছে। দল জয় পেয়েছে। এই ছন্দ আমরা ধরে রাখতে চাই। আমরা ক্লিনশিট নিয়ে ম্যাচ জিততে চেয়েছিলাম, কিন্তু সেটা সম্ভব হয়নি। এখন পরবর্তী ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করব।”

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy