কাঁধের চোটে কাবু হওয়ায় শুভমন গিলের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন ওয়ান-ডে সিরিজে খেলা হচ্ছে না, এই জল্পনাতেই রবিবার সিলমোহর দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রোটিয়াদের বিরুদ্ধে ১৫ সদস্যের দল ঘোষণার সঙ্গে সঙ্গে এই খবর নিশ্চিত হলো। অন্যদিকে, সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ারও অস্ট্রেলিয়া সফরে চোট পাওয়ায়, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলের অধিনায়ক ঘোষিত হলেন অভিজ্ঞ স্টাম্পার-ব্যাটার কেএল রাহুল।
চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর ঘরের মাঠে এটিই ভারতের প্রথম ওয়ান-ডে সিরিজ এবং এর নেতৃত্বে রইলেন দক্ষিণী ক্রিকেটার কেএল রাহুল। উল্লেখ্য, গত মাসে অস্ট্রেলিয়ায় ভারত ১-২ ব্যবধানে সিরিজ হেরেছিল, যার নেতৃত্বে ছিলেন শুভমন গিল।
স্কোয়াডে বড় পরিবর্তন: ফিরলেন পন্থ-জাদেজা
অজিত আগরকর নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটি অস্ট্রেলিয়া সফরে অংশ নেওয়া স্কোয়াডে চারটি পরিবর্তন এনেছে:
বাদ পড়লেন: শুভমন গিল (চোট), শ্রেয়স আইয়ার (চোট), অক্ষর প্যাটেল এবং মহম্মদ সিরাজ।
ফিরে এলেন: অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং স্টাম্পার-ব্যাটার ঋষভ পন্থ। পন্থ চোটের জেরে অস্ট্রেলিয়া সফরে ছিলেন না।
উল্লেখযোগ্যভাবে, ঘরের মাঠে এই সিরিজে স্কোয়াডে তিন উইকেটরক্ষককে রাখা হয়েছে—কেএল রাহুল, ঋষভ পন্থ এবং ধ্রুব জুরেল।
আলোচনায় রাহুলের অধিনায়কত্ব
টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর পর ঘরের মাঠে প্রথম ওয়ান-ডে সিরিজ রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো তারকাদের নিয়ে নেতৃত্ব দেবেন কান্নুর লোকেশ রাহুল।
ওয়ান-ডে ক্রিকেটে রাহুল এর আগে ১২টি ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন, যেখানে তাঁর রেকর্ড নেহাত মন্দ নয়। ২০২২ থেকে ২০২৩ সালের মধ্যে রাহুলের নেতৃত্বে খেলা ১২টি ম্যাচের মধ্যে টিম ইন্ডিয়া আটটিতে জয়লাভ করেছে এবং মাত্র চারটিতে হেরেছে। অর্থাৎ, তাঁর জয়ের হার ৬৬.৬৬ শতাংশ।
প্রসঙ্গত, ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে ওয়ান-ডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত করেছিল টিম ইন্ডিয়া, যার অধিনায়ক ছিলেন এই কেএল রাহুলই। সেই সফরে রোহিত বা কোহলি কেউই দলে ছিলেন না। এই পরিসংখ্যান নিঃসন্দেহে আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া আসন্ন ওডিআই সিরিজের আগে রাহুলকে আত্মবিশ্বাস জোগাবে। ভারত এই সিরিজ খেলবে রাঁচি, রায়পুর এবং ভাইজাগে।