ধর্মশালায় তৃতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে হেলায় হারিয়ে সিরিজে (২-১) ফের এগিয়ে গিয়েছে ভারত। এই জয়ে বড় ভূমিকা নিলেন বোলাররা। ৪ ওভারে মাত্র ১৩ রান খরচ করে ২ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন আর্শদীপ সিং। তবে বল হাতে এদিন সবচেয়ে বড় খবরটি দিলেন হার্দিক পান্ডিয়া।
বরোদার এই ফ্ল্যামবয়েন্ট অলরাউন্ডার টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ উইকেটের মাইলস্টোন ছুঁতে মাত্র এক ধাপ দূরে ছিলেন। রবিবার প্রোটিয়াদের ইনিংসের সপ্তম ওভারে ট্রিস্টান স্টাবসকে কট-বিহাইন্ড করে তিনি সেই ঐতিহাসিক নজির গড়েন। এর আগে ভারতীয় বোলারদের মধ্যে আর্শদীপ সিং এবং জসপ্রীত বুমরা এই ক্লাবে প্রবেশ করলেও, হার্দিক হলেন তৃতীয় ভারতীয় বোলার। তবে এই ১০০ উইকেটের সঙ্গেই তিনি এমন এক বিশ্বরেকর্ড গড়লেন যা অন্য কোনও ভারতীয় ক্রিকেটারের নেই!
কী সেই অনন্য কীর্তি?
হার্দিক পান্ডিয়া বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০০ রান, ১০০ ছক্কা এবং ১০০ উইকেটের বিরল নজির গড়ে ফেললেন। তাঁর আগে এই মহার্ঘ্য মাইলস্টোন ছুঁয়েছেন শুধুমাত্র জিম্বাবোয়ের সিকন্দর রাজা, আফগানিস্তানের মহম্মদ নবি এবং মালয়েশিয়ার বিরানদীপ সিং। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ধরমশালায় এই এলিট ক্লাবে পা রাখলেন পান্ডিয়া। ১০০০ রান এবং ১০০ ছক্কার নজির আগেই পূর্ণ করেছিলেন তিনি।
এখানেই শেষ নয়। বিশ্বের প্রথম পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১০০০ রান ও ১০০ উইকেটের ঈর্ষণীয় রেকর্ডও নিজের নামে করলেন হার্দিক।
গার্লফ্রেন্ডের উচ্ছ্বাস:
হার্দিকের এই নজিরে স্বভাবতই খুশি তাঁর গার্লফ্রেন্ড মাহিকা শর্মা। মডেল-অভিনেত্রী এদিন ইনস্টাগ্রাম স্টোরিতে পান্ডিয়ার শততম উইকেট নেওয়ার মুহূর্তটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, “১০০ বেবি। রকস্টার, লেজেন্ড, হিরো।”
এদিন ধর্মশালায় ভারতীয় দল দক্ষিণ আফ্রিকাকে প্রথম ব্যাট করতে আমন্ত্রণ জানায়। আর্শদীপ, বরুণ চক্রবর্তীদের দাপটে প্রোটিয়ারা ২০ ওভারে মাত্র ১১৭ রান তুলতে পারে (অধিনায়ক এইডেন মার্করামের ৬১ রান সত্ত্বেও)। জবাবে, ভারত মাত্র ৩ উইকেট হারিয়ে ২৫ বল বাকি থাকতেই সহজ লক্ষ্যমাত্রা হাসিল করে সিরিজে লিড নেয়।