‘খেলার সৌন্দর্য মানবিকতায়’! পাকিস্তানি ফ্যানের জন্য কিটব্যাগ রেখে অটোগ্রাফ কোহলির, বাস থেকে নেমে এলেন রোহিতও

ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনার কারণে দীর্ঘদিন ধরে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ বন্ধ থাকলেও, খেলার মাঠে খেলোয়াড়দের মানবিকতা ও সৌজন্য যে সব প্রতিদ্বন্দ্বিতার ঊর্ধ্বে, তা আরও একবার প্রমাণ করলেন দুই তারকা ক্রিকেটার বিরাট কোহলি এবং রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার পারথে এই দুই তারকার সঙ্গে এক পাকিস্তানি ভক্তের আবেগপূর্ণ মুহূর্তের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

করাচির বাসিন্দা সাহিল নামের এক ফ্যান ভারতীয় দলের হোটেল লবির বাইরে অপেক্ষা করছিলেন তাঁর প্রিয় ক্রিকেটারদের এক ঝলক দেখার জন্য।

বিরাট কোহলির সৌজন্য
টিম ইন্ডিয়ার কিটব্যাগ হাতে হোটেল থেকে বেরিয়ে আসার সময় বিরাট কোহলির কাছে অটোগ্রাফ চান সাহিল। বিরাট কোহলি তাঁকে হতাশ করেননি।

হাসিমুখে নিজের কিটব্যাগটি পাশে রেখে দেন বিরাট।

সাহিলের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) জার্সিতে হাসিমুখে অটোগ্রাফ দেন তিনি।

বাস থেকে নেমে এলেন রোহিত শর্মা
ঘটনা এখানেই শেষ নয়। এরপর সাহিল টিম বাসে বসে থাকা রোহিত শর্মার দিকে ইশারা করেন। টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা সেই ইশারার জবাবে সঙ্গে সঙ্গে বাস থেকে নেমে এসে তাঁর ভারতের জার্সিতে অটোগ্রাফ দেন সাহিলকে।

এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই প্রশংসায় ভাসছেন বিরাট ও রোহিত দু’জনেই।

‘আমার কাছে এটা বড় প্রাপ্তি’
দুই তারকার কাছ থেকে অটোগ্রাফ পেয়ে সাহিল বলেন, “কোহলির সঙ্গে দেখা করে দারুণ লেগেছে। ওর সঙ্গে এর আগেও দেখা হয়েছে, ও খুব ভালো মানুষ। রোহিতও একই রকম। বাসের বাইরে থেকে অটোগ্রাফ চেয়েছিলাম, ও নেমে এসে দিল। আমার কাছে এটা অনেক বড় প্রাপ্তি।”

সম্প্রতি এশিয়া কাপ এবং মহিলাদের বিশ্বকাপে ভারত ও পাকিস্তান দলের খেলোয়াড়দের মধ্যে করমর্দন না করার ঘটনা ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছিল, এই ঘটনা তার বিপরীতে এক শান্তির বার্তা দিল। বিরাট ও রোহিতের এই পদক্ষেপ ক্রিকেট ডার্বির চিরন্তন সৌন্দর্য ও মানবিকতাকেই আবার তুলে ধরল। দীর্ঘ দিন পর ১৯ অক্টোবর থেকে শুরু হতে চলা ওয়ানডে সিরিজে তাঁদের পারফরম্যান্সের পাশাপাশি এই সৌজন্যমূলক আচরণও মনে থাকবে ক্রিকেটপ্রেমীদের।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy