সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ, তার আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ। কিন্তু মাঠের লড়াইয়ের চেয়েও এখন বড় হয়ে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়ার ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’ বিতর্ক। মাত্র এক ম্যাচ খেলেই ফের বিশ্রামে যশপ্রীত বুমরা! আর এই সিদ্ধান্ত ঘিরেই এবার বিস্ফোরণ ঘটালেন প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ।
‘কীসের ক্লান্তি?’ প্রশ্ন কাইফের
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ছিলেন না বুমরা। টি-টোয়েন্টিতে ফিরলেও দ্বিতীয় ম্যাচে তাঁকে বাইরে বসিয়ে টসের সময় অধিনায়ক সূর্যকুমার যাদব জানান, বুমরাকে ‘বিশ্রাম’ দেওয়া হয়েছে। এতেই চটেছেন কাইফ। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি সোজাসাপ্টা প্রশ্ন তুলেছেন— পর্যাপ্ত বিশ্রাম নিয়ে ফেরার পর আবার কিসের বিশ্রাম?
কাইফ বলেন, “কীসের জন্য বিশ্রাম? কীসের ওয়ার্কলোড? ও কি অনেকগুলো ম্য়াচ খেলার পর দলে ফিরেছে? পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরেই তো ওকে দলে ফেরানো হয়েছে। এই সিদ্ধান্ত আমার একেবারেই বোধগম্য হচ্ছে না।”
অর্শদীপকে নিয়ে বিতর্কিত পরামর্শ?
দলের ভারসাম্য রক্ষার খাতিরে যদি কাউকে বসাতেই হয়, তবে কাইফের নিশানায় অর্শদীপ সিং। তাঁর দাবি, আট নম্বরে ব্যাটিং শক্তির প্রয়োজনে যদি কাউকে বাদ দিতে হয়, তবে বুমরাকে কেন? বরং অর্শদীপকে বসিয়ে বুমরাকে খেলানোই বুদ্ধিমানের কাজ হতো। কাইফের মতে, পৃথিবীর কোনো যুক্তিতেই বুমরার মতো ম্যাচ-উইনারকে একাদশের বাইরে রাখা সাজে না।
গুয়াহাটিতে কি ফিরবেন ‘বুম-বুম’?
এদিকে আঙুলের চোটের কারণে সহ-অধিনায়ক অক্ষর প্যাটেলকেও গত ম্যাচে পায়নি ভারত। ড্যারেল মিচেলের শট আটকাতে গিয়ে আঙুল ফেটে রক্তারক্তি কাণ্ড ঘটেছিল তাঁর। তবে রবিবার গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে তৃতীয় টি-টোয়েন্টিতে বুমরা এবং অক্ষর— দুজনেই একাদশে ফেরেন কি না, সেটাই এখন দেখার।
সিরিজের ফয়সালা করার ম্যাচে টিম ইন্ডিয়ার বোলিং বিভাগ কেমন হয়, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ। তবে কাইফের এই আক্রমণাত্মক বয়ান যে ভারতীয় ড্রেসিংরুমে অস্বস্তি বাড়াবে, তা বলার অপেক্ষা রাখে না।