ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনেই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দাপট দেখাল ভারতীয় বোলিং আক্রমণ। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেও, প্রথম সেশনেই কার্যত ধরাশায়ী হয় ক্যারিবিয়ানরা। লাঞ্চ বিরতিতে তাদের স্কোর ছিল মাত্র ১৪৩ রান, ৬ উইকেট হারিয়ে। এই ধ্বসের প্রধান কারিগর হলেন তারকা পেসার মহম্মদ সিরাজ, যিনি প্রথম সেশনেই একাই তুলে নেন চারটি গুরুত্বপূর্ণ উইকেট।
সিরাজের বিশ্বরেকর্ড: স্টার্ককে টপকে গেলেন
ইংল্যান্ডে যেখানে শেষ করেছিলেন, ঠিক সেখান থেকেই শুরু করেন মহম্মদ সিরাজ। এই টেস্টের প্রথম সেশনেই তিনি তাঁর দুর্দান্ত ফর্ম ধরে রাখেন। প্রথম সেশন শেষে তাঁর শিকার ছিল ৩টি উইকেট, যা তাকে পৌঁছে দেয় এক নতুন রেকর্ডের শিখরে। এই বছরে টেস্ট ক্রিকেটে ৩০ উইকেট সংগ্রহ করে, তিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলছে এমন দেশগুলোর মধ্যে ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার হিসেবে নজির গড়লেন। এই পথে তিনি অস্ট্রেলিয়ান তারকা মিচেল স্টার্কের (২৯ উইকেট) রেকর্ড ছাপিয়ে গেলেন। মধ্যাহ্নভোজে যাওয়ার ঠিক আগে তিনি ৪ উইকেট তুলে নেন।
ধরাশায়ী ক্যারিবিয়ান ব্যাটিং
প্রথম থেকেই উইকেটে টিকে থাকতে ব্যর্থ হন ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। দুই ওপেনার জন ক্যাম্পবেল (৮) এবং তেজনারিন চন্দ্রপাল (০) খুব দ্রুত প্যাভিলিয়নে ফেরেন। চন্দ্রপালের ছেলে তো খাতাই খুলতে পারেননি। মিডল অর্ডারে অ্যালিক আথানেজ (১২) এবং ব্র্যান্ডন কিংও (১৩) ব্যর্থ হন। মাত্র ৪২ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ।
অধিনায়ক রোস্টন চেজ (২৪) এবং সাই হোপ (২৬) পঞ্চম উইকেটে ৪৮ রানের একটি পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করেন, যা ক্যারিবিয়ান শিবিরে কিছুটা আশা জাগিয়েছিল। কিন্তু কুলদীপ যাদবের স্পিন আক্রমণে সেই চেষ্টা ব্যর্থ হয়।
কুলদীপের প্রত্যাবর্তন ও গিলের মাস্টারস্ট্রোক
দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরে এসেই চমক দেখালেন স্পিনার কুলদীপ যাদব, নিজের দ্বিতীয় ওভারেই তিনি হোপের উইকেট তুলে নেন। অন্যদিকে, পেসার যশপ্রীত বুমরাও একটি উইকেট লাভ করেন। বুমরার উইকেটটি পেতে সাহায্য করে অধিনায়ক শুভমন গিলের নেওয়া একটি ডিআরএস (DRS) মাস্টারস্ট্রোক। ঘরের মাঠে অধিনায়ক হিসেবে গিলের এটি প্রথম টেস্ট হলেও, ইতিমধ্যেই তার বুদ্ধিদীপ্ত ফিল্ডিং সাজানো এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নজর কেড়েছে।
মধ্যাহ্নভোজের পরেও উইকেটের পতন অব্যাহত থাকে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ৭ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের রান ১৫০। একাই লড়ছেন গ্রিভস, যিনি ৩২ রানে অপরাজিত আছেন।