এশিয়া কাপ জয়ী ভারত, ট্রফি হাতে নিতে হবে দুবাই গিয়ে! পিসিবি প্রধানের ‘শর্ত’ ঘিরে তুমুল বিতর্ক, প্রত্যাখ্যান করবে BCCI?

এশিয়া কাপ (Asia Cup) ফাইনালে শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিয়ে ভারত চ্যাম্পিয়ন হলেও, এখনও অধরা ট্রফি। কারণ, ট্রফিটি এখনও রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) প্রধানের হাতে। এবার সেই ট্রফি হস্তান্তর নিয়ে তৈরি হলো নজিরবিহীন বিতর্ক। পিসিবি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) সভাপতি মহসিন নকভি জানিয়েছেন, আগামী ১০ নভেম্বর দুবাইয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে এবং সেখানেই ভারতের হাতে আনুষ্ঠানিকভাবে ট্রফি তুলে দেওয়া হবে। তবে, ট্রফি নিতে হলে একটি শর্ত পূরণ করতে হবে ভারতীয় বোর্ডকে।

নকভির ‘শর্ত’: দুবাই যেতে হবে BCCI প্রতিনিধিকে
পিসিবি প্রধান মহসিন নকভি বিসিসিআই (BCCI) এবং এসিসি সদস্য দেশগুলিকে চিঠি দিয়ে স্পষ্ট জানিয়েছেন, ভারতের কোনও ক্রিকেটার বা বিসিসিআইয়ের প্রতিনিধিকে দুবাইয়ে গিয়ে এই ট্রফি গ্রহণ করতে হবে।

নকভি চিঠিতে লেখেন, “ভারত ট্রফির প্রকৃত দাবিদার। কিন্তু যতক্ষণ না ভারতের কোনও প্রতিনিধি এসে আনুষ্ঠানিকভাবে এটি গ্রহণ করছেন, ততক্ষণ এটি সুরক্ষিত অবস্থায় থাকবে।” তাঁর দাবি, ট্রফি দেওয়ার অনুষ্ঠানটি ক্রিকেটীয় ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ এবং এই প্রথা বজায় রাখতেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।

‘সস্তার রাজনীতিতে জড়াব না’: নকভির ক্ষোভের কারণ ফাঁস
নকভির চিঠিতে তাঁর ক্ষোভের সুর স্পষ্ট। তিনি অভিযোগ করেছেন, গত এশিয়া কাপের ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় বোর্ড নাকি হঠাৎ সিদ্ধান্ত নেয় যে দল ট্রফি গ্রহণ করবে না। এর ফলে অনুষ্ঠানটি প্রায় ৪০ মিনিট বিলম্বিত হয় এবং উপস্থিত অতিথি ও এসিসি সভাপতি-সহ অন্যান্যরা বিব্রত হন।

তিনি লেখেন, “এসিসি সভাপতি এবং বিশেষ অতিথিরা অনুষ্ঠানের গাম্ভীর্য বজায় রাখতে অপেক্ষা করেছিলেন, কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়।”

চিঠির শেষে তাঁর মন্তব্য দুই বোর্ডের সম্পর্কের টানাপোড়েন আরও বাড়িয়ে দিয়েছে। তিনি লিখেছেন, “বিসিসিআই আমাদের নিয়ে যতই অভিযোগ তুলুক না কেন, এসিসি কখনও সস্তার রাজনীতিতে জড়াবে না।” তাঁর এই মন্তব্যে কার্যত ভারতের বিরুদ্ধে ‘রাজনৈতিক উদ্দেশ্য’-এর ইঙ্গিত দেওয়া হয়েছে বলেই মনে করছে ক্রিকেট মহল।

ক্রিকেটবিশ্বে এখন আলোচনার কেন্দ্রবিন্দু— ভারত কি আদৌ পিসিবি প্রধানের শর্ত মেনে দুবাইয়ে গিয়ে এই ট্রফি গ্রহণ করবে? বিসিসিআই সূত্র জানিয়েছে, নকভির এই প্রস্তাব নিয়ে তারা এখনও কোনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়নি। পুরো বিষয়টি এখন ক্রিকেটীয় ঐতিহ্য বনাম দুই বোর্ডের ‘ইগো’র লড়াইয়ে পরিণত হয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy