ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ২-২ ড্র করেছে ভারত। এই সিরিজে তারকা পেসার যশপ্রীত বুমরার ভূমিকা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। বুমরা প্রথম, তৃতীয় এবং চতুর্থ টেস্টে খেললেও দ্বিতীয় ও পঞ্চম টেস্টে তিনি বিশ্রাম নিয়েছিলেন। জানা গিয়েছে, অস্ট্রেলিয়া সিরিজের পর চোট থেকে সেরে উঠে তিনি বিসিসিআই-কে জানিয়েছিলেন যে তিনি ইংল্যান্ড সিরিজে মাত্র তিনটি ম্যাচ খেলবেন।
বুমরার এই শর্ত মেনে নিয়েছিল বিসিসিআই। তাঁর শারীরিক অবস্থা এবং কাজের চাপ (workload) বিবেচনা করে তাঁকে দুটি টেস্টে বিশ্রাম দেওয়া হয়। এমনকি, সিরিজের শেষ ম্যাচ শেষ হওয়ার আগেই তিনি দেশে ফিরে যান। বুমরার এই সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে। অনেক সমর্থকই বলছেন, একজন ক্রিকেটার যিনি কোটি কোটি টাকা বেতন পান, তাঁর উচিত দেশের হয়ে গুরুত্বপূর্ণ সিরিজে পুরোটা খেলা।
এই ঘটনার পর বিসিসিআই বুমরার উপর অসন্তুষ্ট। বোর্ডের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ভবিষ্যতে কোনো তারকা ক্রিকেটার নিজেদের ইচ্ছামতো ম্যাচ বেছে নিতে পারবেন না। সূত্রের খবর, এখন থেকে টেস্ট সিরিজে ক্রিকেটারদের সব ম্যাচেই ফিট থাকতে হবে। যদি কোনো খেলোয়াড় নির্দিষ্ট কিছু ম্যাচ খেলার শর্ত দেয়, তাহলে তাকে সেই সিরিজে সুযোগই দেওয়া হবে না। বিসিসিআই-এর এই কঠোর সিদ্ধান্তকে ক্রিকেটপ্রেমীরা স্বাগত জানিয়েছেন।
এদিকে, এই ‘ওয়ার্কলোড’ (workload) শব্দটির বিরোধিতা করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকার। তিনি সিরাজের প্রশংসা করে বলেছেন, “সিরাজ মন দিয়ে এই সিরিজে বোলিং করেছেন। তিনি অতিরিক্ত ওয়ার্কলোডের ধারণাটাই উড়িয়ে দিয়েছেন। তাই আমার মনে হয়, ওয়ার্কলোড শব্দটা ভারতীয় ক্রিকেটে আর ব্যবহার করা উচিত নয়।” গাভাসকারের এই মন্তব্যের পরই বিসিসিআই-এর নতুন নিয়ম চালু করার খবর সামনে এল।