আর্জেন্টিনা বনাম আলজেরিয়া! বিশ্বকাপের গ্রুপ চূড়ান্ত হতেই মেসি-রোনাল্ডোর শেষ সাক্ষাৎ নিয়ে বিরাট খবর

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের ভাগ্য নির্ধারিত হয়ে গেল। শুক্রবার আমেরিকার ওয়াশিংটনের জন এফ কেনেডি সেন্টার ফর পারফর্মিং আর্টসে অনুষ্ঠিত হলো বিশ্বকাপের গ্রুপবিন্যাস। এই ড্র থেকেই নিশ্চিত হলো, কোন বিশ্বচ্যাম্পিয়ন দল কাদের বিরুদ্ধে তাদের অভিযান শুরু করবে।

আর্জেন্টিনা, ব্রাজিল ও পর্তুগালের গ্রুপ

এবারের বিশ্বকাপে অপেক্ষাকৃত সহজ গ্রুপে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসিরা তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবেন আলজেরিয়ার বিরুদ্ধে।

তবে, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের গ্রুপ বেশ কঠিন। তাদের খেলতে হবে শক্তিশালী মরক্কো, হাইতি এবং স্কটল্যান্ডের সঙ্গে। অন্যদিকে, দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সও রয়েছে কঠিন গ্রুপে; তাদের প্রতিপক্ষ হলো সেনেগাল, প্লে-অফ ২ জয়ী এবং নরওয়ে।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালের সঙ্গে একই গ্রুপে রয়েছে প্লে-অফ ১ জয়ী দল, উজবেকিস্তান ও কলম্বিয়া।

গ্রুপ বিন্যাসের বিশেষ তথ্য

আয়োজক তিন দেশ মেক্সিকো, কানাডা এবং আমেরিকাকে রাখা হয়েছে যথাক্রমে এ, বি ও সি গ্রুপে।

গ্রুপ এ-তে মেক্সিকো, কোরিয়া রিপাবলিকের সঙ্গে রয়েছে দক্ষিণ আফ্রিকা। মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ।

এবারের বিশ্বকাপে প্রথমবার ৪৮টি দল খেলবে এবং দলগুলিকে ১২টি গ্রুপে ভাগ করা হয়েছে।

বিশ্বকাপে প্রথমবার নামছে কেপ ভার্দে, কুরাকাও, জর্ডান ও উজবেকিস্তান।

মেসি বনাম রোনাল্ডো: কোয়ার্টার ফাইনালে দেখা?

ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আকর্ষণ হলো এই দুই কিংবদন্তির শেষ মুখোমুখি হওয়ার সম্ভাবনা। ফিফার শর্ত অনুযায়ী ড্র হওয়ার পর, যদি আর্জেন্টিনা এবং পর্তুগাল উভয় দলই নিজেদের গ্রুপের শীর্ষে থেকে কোয়ালিফাই করে এবং রাউন্ড অফ ১৬-এ জয় পায়, তাহলে কোয়ার্টার ফাইনালে তাদের দেখা হওয়ার সম্ভাবনা উজ্জ্বল।

রোনাল্ডো আগেই জানিয়ে দিয়েছেন, এটাই তাঁর শেষ বিশ্বকাপ।

মেসি বিশ্বকাপ খেলা নিয়ে এখনও ধোঁয়াশা রাখলেও, আন্তর্জাতিক মঞ্চে তাঁদের শেষ মোকাবিলা দেখার জন্য ফুটবলদুনিয়া মুখিয়ে আছে।

১১ জুন থেকে শুরু হওয়া এই বিশ্বকাপ চলবে ২০ জুলাই পর্যন্ত। ৪৮ দলের বিশ্বকাপে এবার ৬৪টির বদলে মোট ৮০টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

প্রথমবারের মতো ‘শান্তি পুরস্কার’

গ্রুপ বিন্যাসের এই অনুষ্ঠানে প্রথমবার বিশ্বকাপের মঞ্চে শান্তি পুরস্কার চালু হয়, যা পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বকাপের গ্রুপ পর্ব বেছে নেওয়ার কাজটি শুরু করেন ট্রাম্প, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া সেইনবুয়াম ও কানাডার প্রেসিডেন্ট মার্ক কারনে। আমেরিকার মিডফিল্ডার টেলর অ্যাডামস এই অনুষ্ঠানকে ‘পুরোটাই আমেরিকার অনুষ্ঠান’ বলে মন্তব্য করেন।

বিশ্বকাপ ১১ জুন শুরু হলেও গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্রথম ম্যাচ খেলবে ১৬ জুন। ব্রাজিলের কোচ কার্লোস আন্সেলোত্তির মতে, তারা শক্ত গ্রুপে পড়েছে, যা প্রমাণ করে বিশ্ব ফুটবলের এই প্রতিযোগিতা কত বড় চ্যালেঞ্জিং হতে চলেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy