‘আমাদের প্রতি ঘৃণা নয়, ভালোবাসা দরকার!’, হারের পর হামলার শিকার হয়ে সোশ্যাল মিডিয়ায় হৃদয়বিদারক বার্তা নইম শেখের

আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক (ODI) সিরিজে শোচনীয় হারের পর দেশে ফিরতেই সমর্থকদের রোষের মুখে পড়ল বাংলাদেশ ক্রিকেট দল। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে সিরিজ খোয়ানোর পর বিমানবন্দরে ক্রিকেটারদের লক্ষ্য করে শুধু কুরুচিকর মন্তব্যই করা হয়নি, তাঁদের গাড়িতেও হামলা চালানো হয়েছে বলে খবর।

আবুধাবিতে অনুষ্ঠিত এই সিরিজের তিনটি ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৫ উইকেটে হারের পর, পরের দুটি ম্যাচে তারা যথাক্রমে ৮ রান ও বিশাল ২০০ রানে পরাজিত হয়। সিরিজের শেষ ম্যাচে ২৯৪ রান তাড়া করতে নেমে বাংলাদেশ মাত্র ২৭ ওভারে ৯৩ রানেই অলআউট হয়ে যায়। ৪৩ রান করা সাই হাসান ছাড়া আর কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি।

টানা ব্যর্থতার এই পরিসংখ্যানই সমর্থকদের ক্ষোভের মূল কারণ। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে বাংলাদেশ দল শেষ দশটি ম্যাচের মধ্যে নয়টিতেই হেরেছে।

‘আমরাও মানুষ, আমাদের প্রতি ঘৃণা নয়’: নইম শেখের হৃদয়বিদারক বার্তা
দেশে ফিরতেই ক্রিকেটারদের প্রতি এমন ঘৃণা ও হামলার ঘটনায় সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন বাংলাদেশ দলের ক্রিকেটার মহম্মদ নইম শেখ। নিজের ফেসবুক পোস্টে তিনি সমর্থকদের প্রতি এক আবেগঘন ও কড়া বার্তা দিয়েছেন।

“আমরা যখন মাঠে নামি, তখন শুধু খেলি না, দেশের নাম বুকে নিয়ে চলি। লাল-সবুজ পতাকা শুধু আমাদের শরীরে নয়, আমাদের রক্তেও মিশে আছে।”

তিনি স্বীকার করেন যে জয়-পরাজয় খেলারই অংশ এবং হারলে সমর্থকদের কষ্ট হওয়া স্বাভাবিক। তবে ক্রিকেটারদের ওপর হামলার ঘটনায় তিনি গভীরভাবে ব্যথিত।

“কিন্তু আজ আমাদের প্রতি যে ঘৃণা দেখানো হল, আমাদের ক্রিকেটারদের উপর যে হামলা হল, তা সত্যিই খুব বেদনাদায়ক। আমরাও মানুষ। আমাদেরও ভুল হয়। কিন্তু দেশের প্রতি ভালোবাসা বা আমাদের প্রচেষ্টায় কোনো কমতি থাকে না।”

সমর্থকদের কাছে তাঁর আবেদন, “আমাদের ভালোবাসা দরকার, ঘৃণা নয়। সমালোচনা হোক, তবে যুক্তির সঙ্গে। কারণ, আমরা সবাই একই পতাকার সন্তান। আমরা জিতি বা হারি, লাল-সবুজ পতাকা যেন সবসময় আমাদের সকলের গর্বের কারণ হয়। আমরা লড়াই করব, আবার ঘুরে দাঁড়াব। দেশের জন্য, আপনাদের জন্য, এই পতাকার জন্য।”

দেশের ক্রিকেটের এমন কঠিন সময়ে ক্রিকেটারদের ওপর সমর্থকদের এই ধরনের হামলা ক্রীড়ামহলে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy