আন্তর্জাতিক মঞ্চে খেলার স্বপ্ন শেষ! পাকতিকা প্রদেশে হামলায় নিহত আফগান ক্রিকেটার কবীর, শিবঘাতুল্লা ও হারুন

পাকিস্তানের বর্বরোচিত বিমান হামলায় এবার প্রাণ হারালেন আফগানিস্তানের তিন উদীয়মান ক্রিকেটারসহ মোট আটজন সাধারণ নাগরিক। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে আগামী নভেম্বর মাসের ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের দল তুলে নিয়েছে আফগান ক্রিকেট বোর্ড (ACB)।

জানা গিয়েছে, গত শুক্রবার গভীর রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশের উরগুন জেলায় পাক বাহিনী আকাশ পথে এই হামলা চালায়। এতে তিন ক্রিকেটার ও পাঁচজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে।

নিহত ক্রিকেটাররা: নিহত ক্রিকেটারদের নাম হল— কবীর, শিবঘাতুল্লা এবং হারুন। তাঁরা একটি ম্যাচ খেলতে উরগুন জেলার শারানায় গিয়েছিলেন। সেখানেই তাদের উপর এই হামলার ঘটনা ঘটে।

আফগান ক্রিকেট বোর্ড একটি বিবৃতি প্রকাশ করে এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে। ACB-র তরফে বলা হয়েছে, “আফগানিস্তানের উরগুন জেলায় আফগান ক্রিকেটারদের উপর কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। এই ধরনের বর্বরতা মেনে নেওয়া যায় না। ক্রিকেটারদের মৃত্যুর খবরে আফগান ক্রিকেট বোর্ড গভীর ভাবে শোকাহত।”

আফগানিস্তানের টি২০ ক্রিকেট দলের অধিনায়ক রশিদ খান নিজের ‘এক্স’ হ্যান্ডেলে পাকিস্তানের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছেন। তিনি লেখেন, “পাকিস্তানের হামলায় আফগানিস্তানের নাগরিকদের মৃত্যুতে আমি গভীর ভাবে শোকাহত। এই হামলায় অনেক মহিলা, শিশুর প্রাণ গিয়েছে। প্রাণ গিয়েছে তরুণ ক্রিকেটারদের, যাঁরা এক দিন আন্তর্জাতিক মঞ্চে খেলার স্বপ্ন দেখেছিলেন।”

রশিদ খান আরও বলেন, “এ ভাবে অসামরিক পরিকাঠামোয় হামলা বর্বরোচিত এবং অনৈতিক। এই ধরনের কাজ মানবাধিকার লঙ্ঘন করে, একে এড়িয়ে যাওয়া উচিত নয়। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু হয়েছে। আমি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। এই কঠিন সময়ে আমি আমাদের দেশের মানুষের পাশে দাঁড়াচ্ছি। দেশের মর্যাদা সবচেয়ে আগে।”

এই নৃশংস ঘটনার প্রতিবাদে, আগামী নভেম্বর মাসে পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে আয়োজিত ত্রিদেশীয় সিরিজ থেকে আফগানিস্তান দল নিজেদের নাম তুলে নিয়েছে। বোর্ডের তরফে জানানো হয়েছে, এই ঘটনা ক্রিকেটারদের পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy