ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) নিলামে চমক দিতে প্রস্তুত দশটি ফ্র্যাঞ্চাইজি। এই নিলাম আজ (১৬ ডিসেম্বর, ২০২৫) অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে, যেখানে ৩৫৯ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ হতে চলেছে।
গতবারের চ্যাম্পিয়ন দল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) চাইবে তাদের বিজয়ী দলের মূল কাঠামো ধরে রাখতে। অন্যদিকে, গত মরসুমে প্রত্যাশিত ফল না করা দলগুলো—যেমন কলকাতা নাইট রাইডার্স (KKR), চেন্নাই সুপার কিংস (CSK), এবং রাজস্থান রয়্যালস (RR)—চাইবে নতুন করে দল গুছিয়ে নিতে।
নিলামে কোন দলের হাতে কত টাকা?
এবারের নিলামে দলগুলির হাতে থাকা টাকার পরিমাণ থেকেই বোঝা যাচ্ছে, কোন দল কত বড় ঝাঁকুনি দিতে পারে।
সবচেয়ে বেশি টাকা: কলকাতা নাইট রাইডার্স (KKR) – ৬৪ কোটি ৩০ লক্ষ টাকা
সবচেয়ে কম টাকা: মুম্বই ইন্ডিয়ান্স (MI) – ২ কোটি ৭৫ লক্ষ টাকা
খেলোয়াড়ের পরিসংখ্যান
আজকের নিলামে মোট ৩৫৯ জন ক্রিকেটার অংশ নিচ্ছেন।
মোট ক্রিকেটার: ৩৫৯ জন
ভারতীয় ক্রিকেটার: ২৪৬ জন
বিদেশি ক্রিকেটার: ১১৩ জন
তবে, এই ৩৫৯ জন ক্রিকেটারের মধ্যে সর্বোচ্চ ৭৭ জন ক্রিকেটারকে দলে নেওয়া যাবে। এর মধ্যে সর্বোচ্চ ৩১ জন বিদেশি ক্রিকেটারকে দলে নেওয়ার সুযোগ রয়েছে।
সব মিলিয়ে, আইপিএলের মেগা নিলামে আজ কোন ফ্র্যাঞ্চাইজি কোন তারকাকে নিজেদের দলে নেয় এবং খেলার মোড় কোন দিকে ঘোরে, সেদিকেই নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।