অধিনায়কত্ব হারানোর ভয় পাচ্ছেন সূর্যকুমার যাদব! শুভমান গিল সহ-অধিনায়ক হতেই কেন এমন মন্তব্য করলেন SKY?

সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। সম্প্রতি টেস্ট এবং ওডিআই দলের অধিনায়ক হওয়ার পর শুভমান গিলকে (Shubman Gill) টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক করায়, নিজের টি-টোয়েন্টি অধিনায়কত্ব হারানোর ভয় পাচ্ছেন বলে খোলাখুলি জানালেন ‘SKY’। তবে তিনি স্পষ্ট জানিয়েছেন, এই ভয় তাঁকে আরও ভালো পারফর্ম করতে অনুপ্রাণিত করে।

সূর্যকুমার ঠিক কী বলছেন?

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সূর্যকুমার যাদব বলেন, “সত্যি বলতে গেলে, দুটি ফরম্যাটে (টেস্ট ও ওডিআই) শুভমান অধিনায়ক এবং টি-টোয়েন্টিতে সহ-অধিনায়ক হওয়ায় আমারও ভয় আছে যে, টি-টোয়েন্টি অধিনায়কত্ব হয়ত হাতছাড়া হয়ে যাবে।”

তবে এই ভয়কে তিনি ইতিবাচকভাবে দেখছেন। তিনি বলেন, “কিন্তু এটা আমাদের আরও ভালো পারফর্ম করতে সাহায্য করে। মাঠের ভিতরে ও বাইরে ওর (শুভমান গিল) সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব। আমি শুভমানকে ব্যক্তিগতভাবে এবং খেলোয়াড় হিসেবে খুব ভালোভাবে চিনি। গিলকে দুটি ফরম্যাটে অধিনায়ক নির্বাচিত করায় আমি ভীষণ খুশি হয়েছি।”

‘পদ হারানোর ভয় আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি’:

যদিও এই অভিজ্ঞ তারকা একইসঙ্গে নিজের নির্ভীক মানসিকতার কথাও তুলে ধরেন। তিনি মনে করেন, ভয় তাঁর খেলাকে কোনোভাবেই প্রভাবিত করতে পারে না। তিনি বলেন, “ভয় যদি আমার খেলাকে প্রভাবিত করত, তাহলে আমি আন্তর্জাতিক ক্রিকেটে একটা বলও খেলতাম না।”

নিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেকের কথা মনে করিয়ে দিয়ে তিনি যোগ করেন, “আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচে প্রথম বলেই ছক্কা হাঁকাতে পেরেছিলাম এই নির্ভীকতার কারণেই। নাহলে আমি কখনোই ওই শট খেলতাম না। তাই পদ হারানোর ভয় আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি। আমি শুধু বিশ্বাস করি যে, কঠোর পরিশ্রম করলে তার ফল পাওয়া যায়।”

সাম্প্রতিক সময়ে সূর্যকুমার যাদব অবশ্য ব্যাটিংয়ে খুব একটা ছন্দে ছিলেন না। এশিয়া কাপে ভারতীয় দল জয়ী হলেও তাঁর ব্যাট সেইভাবে জ্বলে উঠতে পারেনি। এই পরিস্থিতিতে শুভমান গিলকে টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সূর্যকুমারের এই মন্তব্য একদিকে যেমন তাঁর মানসিক সততা প্রকাশ করে, তেমনই দলের মধ্যে সুস্থ প্রতিযোগিতা বজায় থাকারও ইঙ্গিত দেয়।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy