টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় শিবিরের জন্য সবথেকে বড় সুখবর! দীর্ঘ ২১ ইনিংসের অফ-ফর্ম কাটিয়ে অবশেষে ব্যাটে রানের দেখা পেলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ২২ বলে ৩২ রানের একটি ক্যামিও ইনিংস খেললেও, এই রান তাকে পৌঁছে দিল ক্রিকেটের এক অনন্য উচ্চতায়। অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েলকে টপকে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ৯০০০ রান (বলের নিরিখে) করার মাইলফলক স্পর্শ করলেন তিনি।
ম্যাক্সওয়েলকে টপকে দ্বিতীয় স্থানে ‘স্কাই’
টি-টোয়েন্টি ক্রিকেটে ৯০০০ রান পূর্ণ করতে সূর্যের লেগেছে মাত্র ৫৯১৫ বল। এর আগে এই রেকর্ডটি ছিল গ্লেন ম্যাক্সওয়েলের দখলে। বর্তমানে সূর্যের মোট রান ৯০০৭ এবং তাঁর স্ট্রাইক রেট ১৫২.২৭, যা ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। এই তালিকায় সূর্যের উপরে রয়েছেন একমাত্র ক্যারিবিয়ান দানব আন্দ্রে রাসেল, যিনি মাত্র ৫৩২১ বলে এই মাইলফলক ছুঁয়েছিলেন।
সমালোচকদের যোগ্য জবাব
ম্যাচে নামার আগে পর্যন্ত সূর্যকে নিয়ে তুমুল সমালোচনা চলছিল। গত ২১টি ইনিংসে তাঁর গড় ছিল মাত্র ১৩-র আশেপাশে। মাত্র দু’বার ৩০ রানের গণ্ডি টপকাতে পেরেছিলেন তিনি। কিন্তু কিউয়ি বোলারদের বিরুদ্ধে এদিন তাঁর আত্মবিশ্বাসী ব্যাটিং বুঝিয়ে দিল, বিশ্বকাপের ঠিক আগে চেনা ছন্দে ফিরছেন ক্যাপ্টেন।
পাখির চোখ এবার ১০,০০০ রান
সূর্যকুমারের সামনে এখন আরও বড় লক্ষ্য। টি-টোয়েন্টিতে দ্রুততম ১০,০০০ রান করার রেকর্ড বর্তমানে ম্যাক্সওয়েলের দখলে (৬৫০৫ বল)। সূর্য যদি আগামী ৫৯০ বলের মধ্যে আরও ৯৯৩ রান করতে পারেন, তবে ম্যাক্সওয়েলের সেই রেকর্ডও ভেঙে চুরমার হয়ে যাবে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চেই এই ঐতিহাসিক কীর্তি গড়ার পথে অনেকটা এগিয়ে থাকলেন তিনি।
অভিষেক শর্মার মারকুটে ব্যাটিং আর সূর্যের এই বিশ্বরেকর্ড—সব মিলিয়ে নিউজিল্যান্ড সিরিজে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স সমর্থকদের মনে নতুন আশার আলো জাগাচ্ছে।