লা লিগার দাপট এবার সৌদি আরবের মাটিতেও বজায় রাখল বার্সেলোনা। বুধবার রাতে জেড্ডায় স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে চূর্ণ করে ফাইনালে পৌঁছে গেল হান্সি ফ্লিকের দল। কাতালান ক্লাবটির হয়ে জোড়া গোল করে ম্যাচের নায়ক ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। এছাড়া জালের ঠিকানা খুঁজে নিয়েছেন ফেরান তোরেস, ফারমিন লোপেজ এবং তরুণ তুর্কি রুনি বার্দঘি।
ম্যাচের শুরু থেকেই একাধিপত্য ছিল বার্সার। প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে গিয়ে জয় নিশ্চিত করে ফেলে তারা। বিশেষ করে ফারমিন লোপেজ এদিন গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করানোর ক্ষেত্রেও অনবদ্য ভূমিকা পালন করেন। এই জয়ের ফলে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯টি ম্যাচ জেতার রেকর্ড গড়ল বার্সেলোনা। আগামী রবিবার ফাইনালে তাদের প্রতিপক্ষ কে হবে, তা নির্ধারিত হবে রিয়াল মাদ্রিদ বনাম অ্যাতলেতিকো মাদ্রিদ ডার্বির বিজয়ীর মাধ্যমে। গতবারের চ্যাম্পিয়ন বার্সা যে এবারও খেতাব ধরে রাখতে মরিয়া, মাঠের পারফরম্যান্সেই তার প্রমাণ মিলল।