পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ (Asia Cup 2025) চ্যাম্পিয়ন হওয়ার পরও ভারতীয় দলের হাতে ট্রফি তুলে না দেওয়ার বেনজির ঘটনা নিয়ে এবার মুখ খুললেন দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। ট্রফি বিতরণের সময় এশীয় ক্রিকেট কাউন্সিলের (ACC) প্রধান তথা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) প্রধান মহসিন নকভি কেন মঞ্চ থেকে সরে গেলেন, তা নিয়ে নানা জল্পনা ও গুঞ্জন উঠেছিল।
সূর্যকুমার যাদব জানিয়েছেন, ট্রফি নিতে অস্বীকার করার খবরটি সম্পূর্ণ ভুল। বরং, ট্রফি না পাওয়ার ঘটনাটি তাঁর কাছে এক ‘প্রথম দেখা’ অভিজ্ঞতা।
“ওদের ভাবভঙ্গি দেখে মনে হয়নি যে, ট্রফি দেওয়ার মেজাজে রয়েছে”
দুবাইয়ে ঘটে যাওয়া সেই ঘটনা প্রসঙ্গে সূর্যকুমার বলেন, “চ্যাম্পিয়ন হওয়ার পর আমরা বাইরেই দাঁড়িয়েছিলাম। ড্রেসিংরুমের ভেতরে যাইনি। আমরা তো কেউ বলিনি যে, ট্রফি নেব না। আমরা তো ট্রফি নেব বলেই এক-দেড় ঘণ্টা দাঁড়িয়েছিলাম, অপেক্ষা করছিলাম।”
ট্রফি কেন দেওয়া হলো না, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “জানি না, মনে হয় ওদের কোনও প্রতিনিধি ট্রফি নিয়ে চলে যায়, চ্যাম্পিয়ন লেখা বোর্ডও সরিয়ে নেয়।”
মহসিন নকভি ইচ্ছা করে ট্রফি দেননি কিনা, এমন প্রশ্নে সূর্যকুমার বলেন, “উনি (মহসিন নকভি) এসে মঞ্চে দাঁড়িয়েছিলেন। আমরা অপেক্ষা করছিলাম কখন পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়। তবে ওঁদের ভাবভঙ্গি দেখে মনে হয়নি যে, ট্রফি দেওয়ার মেজাজে রয়েছেন। এটা আমি বলব না, এটা ওঁকেই গিয়ে প্রশ্ন করতে হবে।”
“এই ঘটনা এই প্রথম দেখলাম”
পাঁচ-ছ’টি ম্যাচ জিতে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হওয়ার পরও ট্রফি না পাওয়াটা তাঁকে অবাক করেছে। তিনি যোগ করেন, “যে কোনও ফাইনাল জেতা সহজ নয়। অপরাজিত থেকে ট্রফি জিতেছি। অথচ টুর্নামেন্ট জেতার পরেও ট্রফি পেলাম না। এই ঘটনা এই প্রথম দেখলাম।”
তবে এই বিষয়টিকে তিনি খুব বেশি গুরুত্ব দেননি। সূর্যকুমার যাদব বলেন, “তাতে কোনও সমস্যা হয়নি। আসল ট্রফি তো ড্রেসরুমে ক্রিকেটারেরা, সাপোর্ট স্টাফেরা, পরিবারের সদস্যরা, যারা আপনাকে সমর্থন করে। সেই ট্রফি নিয়ে আমরা ফেত এসেছি। কোনও অসুবিধা হয়নি তো।”
সূর্যকুমারের পরবর্তী লক্ষ্য
এশিয়া কাপে ব্যাট হাতে বড় রান করতে না পারার আক্ষেপ রয়েছে তাঁর। তাঁর পরবর্তী লক্ষ্য হলো: তিনটি ভালো দলের বিরুদ্ধে আসছে পাঁচটি করে টি-২০ ম্যাচের সিরিজ, সেই সিরিজগুলোয় ব্যাট হাতে ভালো পারফর্ম করা।