ক্রিকেট দুনিয়ায় স্মৃতির মহাজাগরণ! ইতিহাস গড়ে বিশ্বরেকর্ড চুরমার করলেন ভারতের রান-মেশিন

মহিলা ক্রিকেটের আকাশছোঁয়া উচ্চতায় নিজেকে প্রতিষ্ঠিত করলেন স্মৃতি মান্ধানা। রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে যখন তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে তিনি ব্যাট করতে নামেন, তখন কেউ ভাবেনি ক্রিকেট ইতিহাসের এক নতুন অধ্যায় রচিত হতে চলেছে। বাঁ-হাতি এই ওপেনারের ৪৮ বলে বিধ্বংসী ৮০ রানের ইনিংস ভারতকে শুধু ম্যাচ জেতায়নি, স্মৃতিকে পৌঁছে দিয়েছে এক অনন্য শিখরে। বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে এক ক্যালেন্ডার বছরে ১৭০০-র বেশি রান করার অতিমানবিক রেকর্ড এখন তাঁর দখলে।

নিজের রেকর্ড নিজেই ভেঙে চুরমার করে দিয়েছেন সাঙ্গলির এই তারকা। গত বছর ৩৫টি ম্যাচে তিনি করেছিলেন ১৬৫৯ রান। কিন্তু ২০২৫ সালে ৩২টি ম্যাচেই তিনি সংগ্রহ করেছেন ১৭০৩ রান। শুধু তাই নয়, মহিলা ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এক ক্যালেন্ডার বছরে ১০০০-এর বেশি রান করা বিশ্বের একমাত্র ক্রিকেটার এখন স্মৃতিই। রবিবারের ইনিংসে তিনি ১১টি চার এবং ৩টি ছক্কা হাঁকান, যার মাধ্যমে হরমনপ্রীত কউরের টি-টোয়েন্টিতে ভারতের হয়ে সর্বাধিক ছক্কা মারার রেকর্ডটিও নিজের নামে করে নেন তিনি।

রেকর্ডের তালিকা এখানেই শেষ নয়। মিতালি রাজ, শার্লট এডওয়ার্ডস এবং সুজি বেটসের পর বিশ্বের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক মহিলা ক্রিকেটে ১০,০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন স্মৃতি। তবে তিনি সবাইকে ছাপিয়ে গিয়েছেন গতির নিরিখে। মাত্র ২৮০টি ইনিংসে এই ক্লাবে যোগ দিয়ে বিশ্বের দ্রুততম ক্রিকেটার হিসেবে ১০ হাজার রান করার রেকর্ড গড়লেন তিনি। দক্ষিণ আফ্রিকার লরা ওলভার্ডের গত বছরের ১৫৯৩ রানের রেকর্ডকে পিছনে ফেলে স্মৃতি এখন অনন্য উচ্চতায়। রবিবার শাফালি ভার্মার (৭৯) সঙ্গে ১৬২ রানের ওপেনিং পার্টনারশিপ ভারতের জয়কে নিশ্চিত করার পাশাপাশি স্মৃতিকে এনে দেয় ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’-এর সম্মান।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy