২১৯৮ টাকায় দু’টো পরোটা কিনে খেলেন কিরণ! বললেন, ”দেখুন আমি কত বড়লোক!”

দু’টো পরোটা, আর তার দাম আকাশছোঁয়া! জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কিরণ দত্ত, যিনি “থ্য বং গাই” নামে বেশি পরিচিত, সম্প্রতি এক ভিডিয়ো পোস্ট করে শেয়ার করলেন নিজের অভিজ্ঞতা— যেখানে তিনি ২,১৯৮ টাকা দিয়ে দু’টো পরোটা অর্ডার করেন! সঙ্গে কর, চার্জ ও অন্যান্য খরচ মিলিয়ে বিল গিয়ে দাঁড়ায় আড়াই হাজার টাকারও বেশি।

ভিডিয়োতে দেখা যায়, প্লেটের একাংশে পরোটার টুকরো পড়ে আছে— অর্থাৎ পরোটা খেতেও পারেননি পুরোটা! মজা করে কিরণ বলেন, “দেখুন আমি কত বড়লোক! ২৫০০ টাকা দিয়ে দুটো পরোটা কিনে একটা শেষই করতে পারিনি!” যদিও কোথায় এই কাণ্ড ঘটেছে, সে বিষয়ে সরাসরি কিছু বলেননি কিরণ, তবে বিলের হোটেল ঠিকানা দেখে ধারণা করা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে দিল্লির এক প্রিমিয়াম হোটেলে।

কিরণের ভিডিয়ো ভাইরাল হতেই নেটিজেনরা মজার মজার মন্তব্যে ভরিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়া। কেউ লিখেছেন, “এই জন্যই পরোটা খেতে দিল্লি নয়, বরং রাজুদার কাছে যেতে হয়।” উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় ‘রাজুদা’-র পরোটা ও তাঁর কথা বলার ভঙ্গিমাও কম জনপ্রিয় নয়।

এই ঘটনার সঙ্গে অনেকেই তুলনা করেছেন অভিনেতা রাহুল বোস-এর সেই ভাইরাল ঘটনার, যেখানে তিনি একটি পাঁচতারা হোটেলে দু’টো কলার দাম দেন ৪৪২ টাকা। রাহুল সেবার প্রশ্ন তুলেছিলেন, “এই কলা কি সোনায় মোড়া?” এবার কিরণ দত্তও যেন সেই পথেই হাঁটলেন, তবে একটু বেশিই রসিকতার ঢঙে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy