চ্যাটজিপিটি-তে নতুন চমক, রিসার্চ রিপোর্ট সরাসরি PDF ফরম্যাটে ডাউনলোড!

কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) চ্যাটবট চ্যাটজিপিটি এখন রেসিপি তৈরি থেকে শুরু করে গণিত সমাধান, বিশ্ববিদ্যালয়ের অ্যাসাইনমেন্ট এবং যেকোনো রিপোর্টের তথ্য সংগ্রহে বহু মানুষের নিত্যসঙ্গী। মুহূর্তেই রিপোর্ট বা প্রেজেন্টেশন তৈরি করে দিতে সক্ষম হওয়ায় অনেকেই চ্যাটজিপিটিকে তাদের প্রধান রিসার্চ অপশন হিসেবে ব্যবহার করছেন। এবার যারা চ্যাটজিপিটির ‘ডিপ রিসার্চ’ ফিচারটি ব্যবহার করেন, তাদের জন্য এলো এক দারুণ সুখবর: এখন থেকে রিসার্চের ফলাফল সরাসরি PDF ফাইলে ডাউনলোড করা যাবে।

‘ডিপ রিসার্চ’ এবং নতুন সংযোজন:

চ্যাটজিপিটির ‘ডিপ রিসার্চ’ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা কোনো জটিল বিষয় সংক্রান্ত তথ্য এক জায়গায় গোছানো অবস্থায় দ্রুত পেয়ে থাকেন। অর্থাৎ, চ্যাটজিপিটিকে কোনো বিষয় সম্পর্কে জানতে বললে, সে বিভিন্ন ওয়েবসাইট বা প্রতিবেদন ঘেঁটে ব্যবহারকারীর জন্য একটি সুসংগঠিত প্রতিবেদন তৈরি করে দেয়। এটিই মূলত ‘ডিপ রিসার্চ’ নামে পরিচিত।

এতদিন পর্যন্ত এই রিসার্চ রিপোর্ট চ্যাটজিপিটি তৈরি করার পর তার একটি অংশ কপি করা যেত। কিন্তু টেক্সট কপি করে ওয়ার্ড ফাইলে পেস্ট করলে ফরম্যাটে সমস্যা তৈরি হতো, যা ব্যবহারকারীদের জন্য বেশ ঝামেলার ছিল। এই সমস্যা এড়াতেই চ্যাটজিপিটি একটি নতুন ফিচার এনেছে। এখন এআই দ্বারা তৈরি করা রিপোর্টের মূল গঠন (ফরম্যাট) বজায় রেখেই PDF ফাইল তৈরি করে ডাউনলোড করা যাবে। এর ফলে ওই রিপোর্ট প্রিন্ট করতে বা অফলাইন পদ্ধতিতে ব্যবহার করতে অনেক সুবিধা হবে।

কীভাবে ডাউনলোড করবেন PDF?

ডিপ রিসার্চ ফিচার ব্যবহার করার পর, রিপোর্ট তৈরি হয়ে গেলে PDF হিসেবে এক্সপোর্ট করার একটি নতুন অপশন পাওয়া যাবে। এর মাধ্যমে ফরম্যাটে কোনো রকম বদল না এনেই ওই রিপোর্ট শেয়ার করা যাবে। এর জন্য কিছু সহজ ধাপ অনুসরণ করতে হবে:

১. ডিপ রিসার্চ রিপোর্টের উপরে ডানদিকের কোণায় থাকা শেয়ার আইকনে ক্লিক করতে হবে।
২. এরপর মেনু থেকে ‘ডাউনলোড অ্যাস পিডিএফ’ (Download as PDF) অপশনটি বেছে নিতে হবে।
৩. সবশেষে, নিজের ডিভাইসে ওই ফাইলটি সেভ করে নিলেই কাজ শেষ।

এই নতুন ফিচার চ্যাটজিপিটির কার্যকারিতা আরও বাড়িয়ে দেবে এবং গবেষক ও শিক্ষার্থীদের জন্য এটি একটি অত্যন্ত সহায়ক টুল হিসেবে প্রমাণিত হবে বলে মনে করা হচ্ছে। এখন জটিল গবেষণার কাজ আরও দ্রুত ও নির্ভুলভাবে সম্পন্ন করা যাবে, যা ডিজিটাল বিশ্বের ব্যবহারকারীদের জন্য এক বড় সুবিধা নিয়ে আসবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy