চাকরিপ্রার্থীদের জন্য এল এক বিশাল সুখবর! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব শীঘ্রই ৫১,০০০-এর বেশি মানুষের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেবেন। উত্তরপ্রদেশে আয়োজিত হতে চলেছে ১৭ তম বার্ষিক ‘রোজগার মেলা’, যেখানে অংশগ্রহণ করে বহু যুবক-যুবতী চাকরি পাওয়ার সুযোগ পাবেন।
কোথায় এবং কখন হবে মেলা? উত্তরপ্রদেশের একাধিক শহরে এই চাকরির মেলা অনুষ্ঠিত হবে। শহরগুলি হলো: ইটাওয়া, ভাদোহি, মেরাট, এটা, বান্দা এবং ললিতপুর।
মেলার সময়কাল: ২৫ অক্টোবর থেকে শুরু করে চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। এখানে বহু বড় সংস্থা যোগ দেবে এবং যুবক-যুবতীদের হাতে নিয়োগপত্র তুলে দেবে।
কীভাবে যোগ দেবেন মেলায়? এই মেলায় অংশগ্রহণের জন্য কোনো ফি দিতে হবে না। চাকরিপ্রার্থীদের কেবল rojgaarsangam.up.gov.in এই নির্দিষ্ট সরকারি ওয়েবসাইটে গিয়ে নিজের নাম নথিভুক্ত করতে হবে। এরপর মেলায় উপস্থিত হয়ে ইন্টারভিউ দিলেই চাকরি পাওয়ার সুযোগ মিলতে পারে। এই নিয়োগপত্র প্রধানমন্ত্রী মোদীর কাছ থেকে নিতে পারবেন চাকরিপ্রার্থীরা।
ভিডিও বার্তা দেবেন মোদী: জানা গেছে, এই চাকরির মেলা উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি ভিডিও বার্তা দেবেন। তিনি চাকরির বাজার বাড়ানোর জন্য সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করেছে, তা তুলে ধরবেন এবং চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে কিছু উপদেশও দেবেন। প্রধানমন্ত্রী ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী জীতেন্দ্র সিং এবং প্রতিমন্ত্রী অজয় তামতাও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
শিক্ষাগত যোগ্যতা ও পদ: এই মেলায় নানা ধরনের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা: ১০ম পাস, দ্বাদশ পাস, আইটিআই, গ্র্যাজুয়েট (ফ্রেশার ও অভিজ্ঞ উভয়েই)।
বয়সসীমা: ১৮ বছর থেকে ৬৫ বছর বয়সীরা আবেদন করতে পারবেন (তবে তা পোস্ট অনুযায়ী নির্ধারিত হবে)।
নিয়োগের পদ: সিকিউরিটি গার্ড, সুপারভাইজার, অ্যাকাউন্ট্যান্ট, কম্পিউটার অপারেটর, সেলস এক্সিকিউটিভ, কাস্টমার সাপোর্ট অ্যাসোসিয়েট, এক্সিকিউটিভ ইত্যাদি।
চাকরিপ্রার্থীরা ইন্টারভিউয়ের সময় শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং পাসপোর্ট সাইজের ফটোর মতো প্রয়োজনীয় ডকুমেন্ট সঙ্গে রাখবেন। এই বিষয়ে সব তথ্য সংশ্লিষ্ট সরকারি ওয়েবসাইটে পাওয়া যাবে।