“৫০ টাকার শেয়ার এখন ৯৫০!”-‘মাল্টিব্যাগার’ এই ডিফেন্স স্টকে উপচে পড়া লাভের সুযোগ

শেয়ার বাজারে বিনিয়োগ মানেই ঝুঁকি, কিন্তু সঠিক স্টকে ভরসা রাখলে ভাগ্য যে কতটা বদলাতে পারে তার প্রমাণ দিল প্রতিরক্ষা খাতের কোম্পানি ‘অ্যাস্ট্রা মাইক্রোওয়েভ’ (Astra Microwave)। করোনা মহামারীর শুরুতে এই স্টকের দাম ছিল মাত্র ৫০ টাকা। চার বছরের ব্যবধানে সেই শেয়ার আজ ৯৫০ টাকার গণ্ডি পার করেছে। অর্থাৎ, বিনিয়োগকারীরা পেয়েছেন ১৮০০ শতাংশের চোখধাঁধানো মাল্টিব্যাগার রিটার্ন।

হিসাব বলছে, ২০২০ সালে কেউ যদি এই স্টকে মাত্র ১ লক্ষ টাকা বিনিয়োগ করে আজ পর্যন্ত ধরে রাখতেন, তবে সেই বিনিয়োগের বর্তমান বাজারমূল্য হতো প্রায় ১৯ লক্ষ টাকা। মঙ্গলবারও বাজারের অস্থিরতার মাঝে এই শেয়ারের দর ১.৬৮ শতাংশ বেড়ে ৯৫১ টাকায় বন্ধ হয়েছে। উল্লেখ্য, এই স্টকের ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর ১১৯৫.৯০ টাকা।

১৯৯১ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি রাডার সিস্টেম, মাইক্রোওয়েভ চিপ এবং মহাকাশ প্রযুক্তিতে দেশের অন্যতম সেরা ডিজাইনার। মতিলাল ওসওয়ালের মতো ব্রোকারেজ সংস্থাগুলি এই শেয়ারে ‘BUY’ রেটিং দিচ্ছে এবং আগামীতে ১,১০০ টাকার টার্গেট প্রাইস নির্ধারণ করেছে। বিশেষজ্ঞদের মতে, ভারতের প্রতিরক্ষা খাতের দ্রুত আধুনিকীকরণ এই স্টকের জয়যাত্রা আরও দীর্ঘস্থায়ী করবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy