ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়ার দ্বিতীয় পর্ব শুরু হতেই কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। ডিউটি করতে অনিচ্ছা প্রকাশ এবং প্রশিক্ষণে গরহাজির থাকার দায়ে একযোগে ৭৭৮ জন মাইক্রো অবজার্ভারকে শো-কজ করল কমিশন। এই নজিরবিহীন পদক্ষেপে প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, গত ২৪ ডিসেম্বর মাইক্রো অবজার্ভারদের জন্য যে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল, সেখানে এই বিপুল সংখ্যক আধিকারিক অনুপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, এসআইআর প্রক্রিয়ার শুনানিতে মাইক্রো অবজার্ভারদের ভূমিকা অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ। তা সত্ত্বেও কেন তাঁরা কাজে যোগ দিতে রাজি নন, তার ব্যাখ্যা চেয়ে পাঠানো হয়েছে। শো-কজের জবাব দেওয়ার জন্য তাঁদের মাত্র ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। কমিশনের স্পষ্ট বার্তা, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে সন্তোষজনক উত্তর না পাওয়া যায়, তবে অভিযুক্ত ৭৭৮ জন মাইক্রো অবজার্ভারকেই সাসপেন্ড করা হবে।
শনিবার থেকেই এই শুনানি প্রক্রিয়া পুরোদমে শুরু হয়েছে। এই পরিস্থিতিতে একসাথে এতজন অবজার্ভারের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের হুঁশিয়ারি আসায় বড়সড় চাপের মুখে সংশ্লিষ্ট কর্মীরা। এখন দেখার, শোকজের জবাবে তাঁরা কোনো যুক্তিসঙ্গত কারণ দেখাতে পারেন কি না, নাকি কমিশন তার কঠোর সিদ্ধান্তেই অনড় থাকে।