৪৩১ কোটির মেগা প্রকল্প! হাওড়া-খড়গপুর শাখায় আমূল বদল, তৈরি হচ্ছে নতুন কোলাঘাট স্টেশন

হাওড়া-খড়গপুর রেল শাখায় যাতায়াতকারী লক্ষ লক্ষ যাত্রীদের জন্য বড় খবর! দক্ষিণ-পূর্ব রেলের (SER) গুরুত্বপূর্ণ ৫৭ নম্বর সেতুটি সম্পূর্ণ নতুনভাবে নির্মাণের জন্য ৪৩১.৭৬ কোটি টাকা অনুমোদন করেছে রেল বোর্ড। প্রায় ৬০ বছরের পুরনো এই সেতুটি দীর্ঘদিনের ব্যবহারে জরাজীর্ণ হয়ে পড়েছিল। যাত্রীদের সুরক্ষা এবং ট্রেনের গতি বাড়াতে এবার আধুনিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তিতে তৈরি হবে এই বিশাল রেলসেতু।

নতুন এই প্রকল্পের অধীনে কেবল সেতুই নয়, দেউলটি-কোলাঘাট সেকশনে তৈরি হতে চলেছে এক ঝকঝকে আধুনিক ‘কোলাঘাট রেলস্টেশন’। প্ল্যাটফর্ম সম্প্রসারণ থেকে শুরু করে অত্যাধুনিক যাত্রী সুযোগ-সুবিধা— সবই থাকছে এই মেগা প্রজেক্টে। রেলের আধিকারিকরা জানিয়েছেন, নতুন সেতুটি এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে ট্রেনগুলি ঘণ্টায় ১৩০ কিলোমিটার গতিবেগে অনায়াসেই চলাচল করতে পারে। বর্তমানে ট্রেনের যে ধীরগতি লক্ষ্য করা যায়, তা থেকে মুক্তি পাবেন যাত্রীরা।

ভবিষ্যতের চাহিদার কথা মাথায় রেখে এই সেতুতে চতুর্থ রেললাইন সংযোগের ব্যবস্থাও আগেভাগেই অন্তর্ভুক্ত করা হয়েছে। একটি অত্যাধুনিক ভায়াডাক্ট নির্মাণের ফলে সেতুর স্থায়িত্ব এবং নিরাপত্তা কয়েক গুণ বৃদ্ধি পাবে। হাওড়া ও খড়গপুরের মতো ব্যস্ততম করিডোরে এই বিশাল বিনিয়োগ রেলের অপারেশনাল দক্ষতা যেমন বাড়াবে, তেমনই ওই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নেও নতুন গতি আনবে। দক্ষিণ-পূর্ব রেলের এই সাহসী পদক্ষেপ ভারতীয় রেলের পরিকাঠামো উন্নয়নের এক নতুন মাইলফলক হতে চলেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy