৪০ লাখ টাকা প্রতারণা ও পরকীয়ার অভিযোগ! স্মৃতি মান্ধানার প্রাক্তন হবু স্বামী পলাশ মুছলকে নিয়ে বিস্ফোরক তথ্য

ভারতীয় মহিলা ক্রিকেটের ‘পোস্টার গার্ল’ স্মৃতি মান্ধানা এবং সংগীত পরিচালক পলাশ মুছলের ভেঙে যাওয়া সম্পর্ক নিয়ে এবার সামনে এল এক চাঞ্চল্যকর মোড়। স্মৃতি মান্ধানার ঘনিষ্ঠ বন্ধু তথা অভিনেতা-প্রযোজক বিজ্ঞান মানে দাবি করেছেন, পলাশ কেবল স্মৃতির সঙ্গে বিশ্বাসঘাতকতাই করেননি, বরং অন্য এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে ভারতীয় মহিলা ক্রিকেটারদের হাতে মারও খেয়েছেন।

“হাতেনাতে ধরা পড়েছিলেন পলাশ!”

হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদনে বিজ্ঞান মানে দাবি করেন, গত ২৩ নভেম্বর বিয়ের অনুষ্ঠানের প্রাক্কালে একটি মর্মান্তিক দৃশ্য দেখা যায়। তিনি বলেন, “পলাশকে অন্য এক নারীর সঙ্গে বিছানায় হাতেনাতে ধরা হয়েছিল। দৃশ্যটি ছিল ভয়ানক। এরপরই ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্যরা তাকে মারধর করেন। আমি ভেবেছিলাম ও বিয়ে করে সাংলিতে থিতু হবে, কিন্তু সবটা উল্টে গেল।”

৪০ লক্ষ টাকার আর্থিক প্রতারণার অভিযোগ

বিয়ের ভাঙনের পাশাপাশি পলাশের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগও তুলেছেন বিজ্ঞান মানে। তাঁর দাবি:

  • একটি মুক্তি না পাওয়া সিনেমায় বিনিয়োগের নাম করে পলাশ তাঁর কাছ থেকে ৪০ লক্ষ টাকা নিয়েছেন।

  • সম্প্রতি পলাশের পরিবার আরও ১০ লক্ষ টাকা দাবি করে তাঁকে ব্ল্যাকমেইল করে এবং সিনেমা থেকে বের করে দেওয়ার হুমকি দেয়।

  • এই ঘটনায় তিনি মহারাষ্ট্রের সাংলিতে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন।

পলাশের আইনজীবীর পাল্টা চ্যালেঞ্জ

এই সব অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন পলাশ মুছলের আইনজীবী শ্রেয়াংশ মিথারে। তাঁর পাল্টা প্রশ্ন: ১. প্রমাণের অভাব: যদি ৪০ লক্ষ টাকা দেওয়া হয়ে থাকে, তবে ব্যাংক ট্রানজ্যাকশন বা চেকের প্রমাণ কোথায়? ২. সময়ের যৌক্তিকতা: এতদিন কেন চুপ ছিলেন বিজ্ঞান মানে? বিয়ের সম্পর্ক ভেঙে যাওয়ার পরই কেন এই অভিযোগগুলো সামনে আসছে? ৩. ব্যক্তিগত পরিচয়: পলাশ বা তাঁর পরিবার বিজ্ঞানকে ব্যক্তিগতভাবে চেনেন না, স্মৃতির বাবার মাধ্যমেই তাঁদের পরিচয় হয়েছিল।

স্মৃতি ও পলাশের বিচ্ছেদ

২০২৫ সালের শেষদিকে ধুমধাম করে বিয়ের কথা ছিল এই চর্চিত জুটির। প্রথমে পারিবারিক অসুস্থতার কারণ দেখিয়ে বিয়ে পিছিয়ে দেওয়া হলেও, ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে জানানো হয় যে বিয়ে হচ্ছে না। পলাশ মুছল অবশ্য সম্প্রতি জানিয়েছেন যে তিনি জীবন নিয়ে এগিয়ে যেতে চান। তবে বিজ্ঞানের এই সাম্প্রতিক দাবি পুরো বিষয়টিকেই নতুন এক বিতর্কের দিকে ঠেলে দিয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy