কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ঐতিহাসিক রায়ে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল হলো। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) দেওয়া সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশ খারিজ করে দেওয়ায় চরম অনিশ্চয়তা থেকে মুক্তি পেলেন ২০১৪ সালের টেট পরীক্ষায় চাকরিপ্রাপ্ত শিক্ষকেরা।
দীর্ঘদিন ধরে চাকরি হারানোর আশঙ্কায় দমবন্ধ করা পরিবেশে দিন কাটাচ্ছিলেন হাজার হাজার শিক্ষক-শিক্ষিকা। ডিভিশন বেঞ্চের এই রায় শোনার পরই চাকরিজীবীরা আবেগে আপ্লুত হয়ে হাইকোর্ট চত্বরেই কান্নায় ভেঙে পড়েন।
রায় খারিজ কেন?
জানা গেছে, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চের নির্দেশে নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক ত্রুটি ও দুর্নীতির অভিযোগে এই শিক্ষকদের চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু ডিভিশন বেঞ্চ এই নির্দেশের আইনি ভিত্তি এবং অভিযোগের স্বপক্ষে যথেষ্ট প্রমাণের অভাব থাকায় সেই রায় খারিজ করে দিয়েছে।
এই রায়ের ফলে শুধুমাত্র শিক্ষকদের চাকরিই বহাল থাকল না, বরং রাজ্য সরকার এবং প্রাথমিক শিক্ষা পর্ষদও বড় স্বস্তি পেল। এই রায়কে ‘সত্যের জয়’ বলে আখ্যা দিয়ে ইতোমধ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও টুইট করে অভিনন্দন জানিয়েছেন। এই রায় ৩২ হাজার শিক্ষক ও তাঁদের পরিবারের মুখে হাসি ফুটিয়েছে।