২০২৫ সালের বিদায়লগ্নে ভারতীয় লগ্নিকারীরা বিনিয়োগের দুনিয়ায় এক নজিরবিহীন ইতিহাস গড়লেন। অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া (AMFI)-র সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, গত ডিসেম্বর মাসে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি (SIP)-এর মাধ্যমে বিনিয়োগের অঙ্ক প্রথমবার ৩১ হাজার কোটি টাকার গণ্ডি পার করেছে।
পরিসংখ্যানের লড়াই: রেকর্ড বৃদ্ধি
-
নভেম্বর বনাম ডিসেম্বর (২০২৫): নভেম্বর মাসে বিনিয়োগ ছিল ২৯,৪৪৫ কোটি টাকা, যা ডিসেম্বরে ৫% বেড়ে দাঁড়িয়েছে ৩১,০০২ কোটি টাকায়।
-
২০২৪ বনাম ২০২৫: গত বছরের ডিসেম্বরের তুলনায় (২৬,৪৫৯ কোটি টাকা) এই বছর বিনিয়োগ বেড়েছে প্রায় ১৭ শতাংশ।
ইক্যুইটি ফান্ডে সামান্য ভাঁটা
সামগ্রিক বিনিয়োগ বাড়লেও ইক্যুইটি মিউচুয়াল ফান্ডে লগ্নির অঙ্ক ডিসেম্বরে কিছুটা কমেছে। গত মাসে ২৮,০৫৪ কোটি টাকা বিনিয়োগ হয়েছে, যা ২০২৪-এর ডিসেম্বরের তুলনায় ৩২% কম। বিশেষজ্ঞদের মতে, বাজার অস্থির থাকার কারণে অনেক লগ্নিকারী হয়তো কিছুটা সতর্ক অবস্থান নিয়েছেন।
লগ্নিকারীদের মন জিতল ‘ফ্লেক্সি ক্যাপ’
২০২৫ সালে স্মল ক্যাপ বা মিড ক্যাপ নয়, বরং লগ্নিকারীদের সবথেকে বেশি ভরসা ছিল ফ্লেক্সি ক্যাপ (Flexi Cap) ফান্ডের ওপর।
-
ডিসেম্বরের ধামাকা: শুধুমাত্র ডিসেম্বর মাসেই এই ফান্ডে ১০,০১৯ কোটি টাকা বিনিয়োগ হয়েছে।
-
বার্ষিক পরিসংখ্যান: গোটা ২০২৫ সালে ফ্লেক্সি ক্যাপে বিনিয়োগের পরিমাণ ছিল ৮০,৯৭৮ কোটি টাকা। সেখানে স্মল ক্যাপে ৫২,৩২১ কোটি এবং মিড ক্যাপে ৪৯,৯৩৯ কোটি টাকা বিনিয়োগ হয়েছে।
অন্যদিকে, সেক্টরাল ফান্ডে বিনিয়োগের পরিমাণ আগের মাসের তুলনায় প্রায় ৪৯% কমেছে, যা নির্দেশ করছে লগ্নিকারীরা এখন একক সেক্টরের বদলে বহুমুখী বিনিয়োগে বেশি আগ্রহী।
সতর্কীকরণ: শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। এটি কোনো বিনিয়োগের পরামর্শ নয়। লগ্নির আগে বিশেষজ্ঞের পরামর্শ ও সঠিক জ্ঞান থাকা আবশ্যিক।