২০২৬ সালে কি খরা? এল নিনোর ভ্রুকুটিতে মুখ ফেরাতে পারে বর্ষা, বড় দুঃসংবাদ শোনাল স্কাইমেট

২০২৫ সালের বর্ষার তাণ্ডব এখনও দেশবাসীর স্মৃতিতে টাটকা। হড়পা বান, ধস আর অতিবৃষ্টিতে কলকাতা থেকে দার্জিলিং—জেলে-স্থলে একাকার হয়েছিল পরিস্থিতি। সেই রেশ কাটতে না কাটতেই এবার ২০২৬ সালের বর্ষা নিয়ে চাঞ্চল্যকর ইঙ্গিত দিলেন আবহাওয়াবিদরা। বেসরকারি আবহাওয়া সংস্থা ‘স্কাইমেট ওয়েদার সার্ভিস’-এর দাবি, আগামী বছর বর্ষা স্বাভাবিকের চেয়ে অনেকটাই কম হতে পারে। আর এর নেপথ্যে রয়েছে খলনায়ক ‘এল নিনো’।

স্কাইমেট-এর কর্ণধার ও চেয়ারম্যান যতীন সিং জানিয়েছেন, প্রাথমিক জলবায়ু মডেলগুলি ইঙ্গিত দিচ্ছে যে ২০২৬ সালে এল নিনো পরিস্থিতি তৈরি হতে পারে। প্রশান্ত মহাসাগরের জল অস্বাভাবিক গরম হয়ে ওঠার এই প্রক্রিয়ার প্রভাবে সাধারণত দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দুর্বল হয়ে পড়ে। ফলে বৃষ্টির ঘাটতি হওয়ার সম্ভাবনা প্রায় ৮০ শতাংশ। তবে কি আগামী বছর তীব্র দাবদাহ আর জলের সংকটে ভুগবে দেশ? যতীন সিংয়ের মতে, এখনই খুব বড় কিছু প্রত্যাশা না করাই ভালো। তবে জুন মাস নাগাদ এই পরিস্থিতির সামান্য বদল হওয়ার ৩০ শতাংশ সম্ভাবনাও থাকছে।

আবহাওয়াবিদদের একাংশ মনে করছেন, যদি ২০১৯ সালের মতো শক্তিশালী ‘পজিটিভ আইওডি’ (Indian Ocean Dipole) তৈরি হয়, তবে এল নিনোর প্রভাব কাটিয়ে স্বাভাবিক বৃষ্টি হতে পারে। উল্লেখ্য, গত ৫ বছর ধরে ভারতে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। ২০১৮ সালের পর থেকে দেশ টানা অতিবৃষ্টির সাক্ষী। কিন্তু ২০২৬ সালে সেই ধারায় ছেদ পড়তে পারে। যদিও সরকারি সংস্থা আইএমডি (IMD) এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক পূর্বাভাস দেয়নি, তবে স্কাইমেটের এই আগাম সতর্কবার্তা কৃষিপ্রধান ভারতের জন্য যথেষ্ট উদ্বেগের।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy