যাত্রী পরিষেবায় বড়সড় রদবদল আনল উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (NFR)। ২০২৫ সালের শুরুতেই অসম এবং উত্তরবঙ্গের একগুচ্ছ স্টেশনে গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেনগুলির অতিরিক্ত স্টপেজ বা আস্থায়ী যাত্রাবিরতির ব্যবস্থা করা হয়েছে। মূলত গ্রামীণ এবং সেমি-আরবান এলাকার মানুষের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখেই এই বড় সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।
বাংলা ও অসমে স্টপেজের খতিয়ান:
রেল সূত্রে খবর, যাত্রী চাহিদা এবং যান্ত্রিক সম্ভাব্যতা খতিয়ে দেখার পরেই এই স্টপেজগুলি অনুমোদন করা হয়েছে:
অসমে: সমগ্র রাজ্যে ২৩টি গুরুত্বপূর্ণ ট্রেনের মোট ৩২টি অতিরিক্ত স্টপেজ দেওয়া হয়েছে। ডিফু, গোয়ালপাড়া টাউন, কোকরাঝাড় এবং নিউ হাফলং-এর মতো স্টেশনে এখন থেকে বড় ট্রেনগুলি থামবে।
পশ্চিমবঙ্গে: উত্তরবঙ্গের সংযোগ ব্যবস্থাকে মজবুত করতে ৮টি ট্রেনের মোট ১০টি নতুন স্টপেজ বরাদ্দ হয়েছে। এর মধ্যে কুমেদপুর, ওল্ড মালদা এবং কাঙ্কির মতো গুরুত্বপূর্ণ স্টেশনগুলি রয়েছে।
কোন কোন ট্রেন থামবে আপনার স্টেশনে?
অতিরিক্ত স্টপেজের তালিকায় রয়েছে একঝাঁক জনপ্রিয় ও ব্যস্ত ট্রেন:
ব্রহ্মপুত্র মেল ও কামরূপ এক্সপ্রেস
নর্থ ইস্ট এক্সপ্রেস ও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস
অবধ অসম এক্সপ্রেস ও কাঞ্চনকন্যা এক্সপ্রেস
উপকৃত হবেন কারা?
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, এই পদক্ষেপের ফলে প্রান্তিক এলাকার পড়ুয়া, ব্যবসায়ী এবং চাকুরিজীবীরা সবচেয়ে বেশি উপকৃত হবেন। বিশেষ করে উন্নত চিকিৎসার প্রয়োজনে যাঁরা মালদা বা শিলিগুড়ি যাতায়াত করেন, তাঁদের ভোগান্তি অনেকটাই কমবে। গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে এবং রেল পরিষেবা সবার নাগালে পৌঁছে দিতেই এই নিরন্তর প্রচেষ্টা।