২০২৫ সাল প্রায় শেষের পথে, আর কয়েকদিন বাদেই ক্যালেন্ডারের পাতায় আসবে ২০২৬। এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে অষ্টম বেতন কমিশন নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। বিশেষ করে যারা ২০২৫ সালে অবসর নিতে চলেছেন বা সম্প্রতি নিয়েছেন, তাদের মনে একটিই প্রশ্ন— তাঁরা কি নতুন বেতন কাঠামোর সুবিধা পাবেন?
উত্তরটি হলো, আক্ষরিক অর্থেই ‘হ্যাঁ’। অর্থ মন্ত্রক ইতিমধ্য়েই অষ্টম বেতন কমিশনকে রিপোর্ট জমা দেওয়ার জন্য ১৮ মাস সময় দিয়েছে। যদিও কমিশনের সুপারিশ ২০২৭-এর মাঝামাঝি চূড়ান্ত হবে এবং ২০২৮ সালের মধ্যে বাস্তবায়িত হতে পারে, তবুও ২০২৫ সালে অবসর নেওয়া কর্মচারীদের হতাশ হওয়ার কারণ নেই। সরকারি নিয়ম অনুযায়ী, নতুন বেতন কমিশনের সুবিধা শুধু বর্তমান কর্মীদের বেতনেই নয়, বরং অবসরপ্রাপ্তদের পেনশনেও প্রযোজ্য হয়।
সবচেয়ে বড় আকর্ষণ হলো বকেয়া বা ‘এরিয়ার’। যখনই অষ্টম বেতন কমিশন কার্যকর হবে, তা ২০২৬ সালের ১লা জানুয়ারি থেকে কার্যকর হিসেবে ধরা হবে। ফলে ২০২৫ সালে অবসর নিলেও, ২০২৬ থেকে বাস্তবায়নের সময়কাল পর্যন্ত কয়েক বছরের বকেয়া টাকা একসঙ্গে অ্যাকাউন্টে আসবে। এই অংকটি পেনশনের ওপরে ভিত্তি করে কয়েক লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। এই অর্থ সরাসরি পেনশনভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে, ফলে কোনো অফিসে ঘোরার প্রয়োজনও পড়বে না।