১৭ বছরের বনবাস শেষ, খালি পায়ে জন্মভূমি স্পর্শ তারেকের! সাথে এল বিলেতি ‘জেবু’

দীর্ঘ ১৭ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে স্বদেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকাল ১১টা ৪০ মিনিটে লন্ডনের হিথ্রো থেকে সরাসরি বিমানে করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সপরিবারে অবতরণ করেন তিনি। কিন্তু এই রাজকীয় প্রত্যাবর্তনে সবার নজর কেড়েছে এক বিশেষ সঙ্গী—তারেক রহমানের প্রিয় সাইবেরিয়ান বিড়াল ‘জেবু’।

আবেগঘন মুহূর্ত ও খালি পায়ে হাঁটা: বিমান থেকে নামার পরই এক নজিরবিহীন দৃশ্য দেখা যায়। দীর্ঘ প্রবাস জীবনের পর মাটির টানে আবেগে আপ্লুত তারেক রহমান জুতো খুলে খালি পায়ে হাঁটতে শুরু করেন। নিচু হয়ে পরম মমতায় স্পর্শ করেন নিজ দেশের মাটি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা এবং তাঁর শাশুড়ি (ডা. জোবাইদা রহমানের মা)। প্রিয় নেতাকে বরণ করে নিতে কর্মীদের উচ্ছ্বাস ছিল বাঁধভাঙা।

কে এই ‘জেবু’? তারেক রহমানের সঙ্গে ‘সাত সমুদ্র তেরো নদী’ পার হয়ে আসা বিড়ালটি নিয়ে এখন সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। বিএনপি-র অফিসিয়াল ফেসবুক পেজেও ‘দেশে ফিরছে জেবু’ ক্যাপশনে তার ছবি পোস্ট করা হয়েছে। মূলত এটি একটি সাইবেরিয়ান বিড়াল, যা তারেক রহমানের মেয়ে জাইমা রহমান লন্ডনে থাকাকালীন পালন শুরু করেন। বিবিসিতে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান জানিয়েছিলেন, জেবু জাইমার হলেও এখন সে পরিবারের প্রত্যেকের অবিচ্ছেদ্য অংশ। লন্ডনের বাড়িতে সে ছিল পরিবারের একজন সদস্যের মতো। এর আগেও তারেক রহমানের ফোন দেখার একটি ছবি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছিল, যেখানে জেবুকে বেশ বুদ্ধিদীপ্ত ভঙ্গিতে দেখা গিয়েছিল।

নিরাপত্তা ও সংবর্ধনা: বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তারেক রহমানকে ঘিরে ছিল কঠোর নিরাপত্তা বলয়। সেখান থেকে তিনি বাসে উঠে ঢাকার নির্ধারিত সংবর্ধনা সভার উদ্দেশ্যে রওনা দেন। বাসে ওঠার সময় কর্মী-সমর্থকদের গগনবিদারী স্লোগান ও পুষ্পবৃষ্টিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ১৭ বছর পর তারেক রহমানের এই প্রত্যাবর্তন কেবল রাজনৈতিক নয়, বরং ব্যক্তিগত আবেগ এবং এক অনন্য পারিবারিক আবহে পূর্ণ ছিল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy