তারাপীঠ মন্দির কমিটির বিরুদ্ধে এবার সরাসরি দুর্নীতির অভিযোগ তুললেন মন্দিরেরই অন্যতম সেবাইত নিখিল বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, সেবাইত সংঘের নিয়ম ভেঙে বর্তমান কমিটি গত ১৫ বছর ধরে ক্ষমতা দখল করে রেখেছে। মন্দিরের দান ও বিশেষ দর্শনের অর্থ নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে না রেখে আত্মসাৎ করা হচ্ছে বলে তাঁর দাবি। তিনি আরও জানান, মন্দির চত্বরে অযথা ভাঙা-গড়া এবং উন্নয়নের নামে ভুয়ো খরচ দেখিয়ে কোটি কোটি টাকা লোপাট করা হচ্ছে। প্রতিবাদ করলে প্রশাসন ও শাসকদলের নেতাদের দিয়ে ভয় দেখানো হয় বলেও তিনি অভিযোগ করেন।
যদিও মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, নিখিলবাবু বিজেপি করেন বলেই রাজনৈতিক উদ্দেশ্যে মন্দিরের বদনাম করছেন।