১৪৭টি দামি স্মার্টফোন! উদ্ধার করল রেল পুলিশ,পাচার চক্রের পর্দাফাঁস? ধৃত ২

বিপুল সংখ্যক মোবাইল ফোন উদ্ধারের ঘটনায় সোমবার সকালে নিউ ফরাক্কা স্টেশনে (New Farakka Station) ব্যাপক চাঞ্চল্য ছড়াল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে মোট ১৪৭টি মোবাইল ফোন উদ্ধার করেছে জিআরপি (GRP)। ঘটনায় হাতেনাতে গ্রেফতার করা হয়েছে দুই যুবককে।

জিআরপি সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম দাউদ ইব্রাহিম ও তহিরুপ শেখ। দু’জনেরই বাড়ি মালদহ জেলার কালিয়াচক এলাকায়। জানা যায়, উত্তরপ্রদেশ থেকে আসা আপ ব্রহ্মপুত্র মেল (Brahmaputra Mail) থেকে ওই দুই যুবক নামতেই সন্দেহ হয় রেল পুলিশের। এরপর তাদের ব্যাগ তল্লাশি করতেই বেরিয়ে আসে একের পর এক দামি স্মার্টফোন।

বাংলাদেশে পাচারের ছক?
রেল পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া বেশিরভাগই নতুন এবং দামী স্মার্টফোন। বাজারদর অনুযায়ী, সব মিলিয়ে যার দাম কয়েক লক্ষ টাকা। এগুলি উত্তরপ্রদেশ থেকে কালিয়াচক হয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচার করার পরিকল্পনা ছিল।

ফরাক্কার জিআরপি ডেপুটি সুপারিনটেনডেন্ট পারিজাত সরকার সংবাদমাধ্যমকে বলেন,

“গোপন খবরের ভিত্তিতেই আমরা অভিযান চালাই। ধৃতরা স্বীকার করেছে, মোবাইলগুলো সীমান্ত পেরিয়ে পাঠানোর পরিকল্পনা ছিল। এখন দেখা হচ্ছে, এর পিছনে আরও বড় কোনও চক্র কাজ করছে কি না।”

চোরাচালানের নতুন রুট?
সীমান্ত লাগোয়া এই অঞ্চলে এ ধরনের চোরাচালান নতুন নয়। স্থানীয়দের কথায়, রেলপথকে ব্যবহার করে এর আগেও মোবাইল, সোনার বার, বা বিদেশি মদের মতো নানা রকম জিনিস পাচার হয়েছে। তবে একবারে এত বিপুল সংখ্যক ফোন উদ্ধারে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জিআরপি জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই পাচার চক্রের মূল মাথাদের খোঁজ শুরু হয়েছে। উদ্ধার হওয়া সমস্ত মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে এবং ধৃত দুই যুবককে সোমবারই আদালতে তোলা হবে। স্থানীয়দের একাংশ মনে করছেন, শুধু ধরাই নয়, এই রুট ধরে চোরাচালান বন্ধ করতে মূল চক্রকে ধরা প্রয়োজন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy