হাওড়ার বালিতে বিয়েবাড়ি থেকে ফেরার পথে গুলিবিদ্ধ হলেন তৃণমূল পরিচালিত সাঁপুইপাড়া-বসুকাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবব্রত মণ্ডল ওরফে বাবু মণ্ডল। শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ জনবহুল রাস্তা দিয়ে মোটরবাইকে ফেরার সময় এই হাড়হিম করা ঘটনা ঘটে। তৃণমূল নেতার সঙ্গীও গুলিতে জখম হয়েছেন। ঘটনায় তৃণমূলের অন্দরেই হামলার কারণ নিয়ে দু’টি ভিন্ন তত্ত্ব উঠে আসায় বিতর্ক সৃষ্টি হয়েছে।
হামলার পদ্ধতি ও অভিযুক্ত
পেশায় ইমারতি দ্রব্যের ব্যবসায়ী দেবব্রত মণ্ডল এক তৃণমূল কর্মীর মোটরবাইকে বসে বিয়েবাড়ি থেকে ফিরছিলেন। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী:
-
হামলার ধরন: উল্টোদিক থেকে পায়ে হেঁটে ধীরেসুস্থে এসে আততায়ী তৃণমূল নেতা সামনে আসতেই একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায়।
-
প্রত্যক্ষদর্শীর দাবি: তৃণমূল কর্মী সৌমেন রায় জানিয়েছেন, গুলিবিদ্ধ হয়ে দেবব্রত মণ্ডল মোটরবাইক থেকে পড়ে যান। রাস্তায় পড়ে থাকা অবস্থাতেই তিনি আততায়ীকে ধরার চেষ্টা করলে আততায়ী তাঁকে উল্টে লাথি মেরে নিশ্চিন্তে হেঁটে চলে যায়।
-
অভিযুক্তের নাম: পরিবার ও প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাকারী হলো বাসু চৌধুরী, যে পেশায় ইমারতি দ্রব্যের ব্যবসায়ী এবং এলাকায় দুষ্কৃতী হিসেবে পরিচিত।
১৩ বছর আগের পুরোনো রেষারেষি
মূল অভিযুক্ত বাসু চৌধুরীর বিরুদ্ধে ২০১২ সালেও দেবব্রত মণ্ডলের উপর হামলার অভিযোগ উঠেছিল। সেবার পার্টি অফিসে ঢুকে হামলা চালিয়েছিল সে। সেই ঘটনায় গ্রেফতার হয়ে জেলও খেটেছিল অভিযুক্ত বাসু। দীর্ঘ ১৩ বছর পর ফের তার বিরুদ্ধেই হামলার অভিযোগ উঠল। বাসুর মা লিলি চৌধুরী জানিয়েছেন, হামলার পর থেকে তিনি ছেলের দেখা পাননি।
তৃণমূলের অন্দরে ২ তত্ত্ব
হামলার ঘটনায় তৃণমূলের শীর্ষ স্তরেই ভিন্নমত দেখা দিয়েছে:
-
যুব তৃণমূল নেতার দাবি: যুব তৃণমূল নেতা সরাসরি হামলায় বিজেপির হাত থাকার দাবি তুলেছেন।
-
ডোমজুড়ের তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষের দাবি: বিধায়ক এই ঘটনায় ভিন্ন সুর নিয়ে বলেন, “নিজে করল, না কেউ করেছে, তা দেখার কথা পুলিশের।” তাঁর এই মন্তব্য অভ্যন্তরীণ দ্বন্দ্ব বা অন্য কোনও জটিল সম্পর্কের দিকে ইঙ্গিত করছে বলে মনে করা হচ্ছে।
পুলিশি তৎপরতা ও বর্তমান অবস্থা
পুলিশ কমিশনার প্রবীণকুমার ত্রিপাঠী জানিয়েছেন, সাঁপুইপাড়ার গ্রাম প্রধান ও তাঁর সঙ্গীর উপর গুলি চলেছে। দোষীদের দ্রুত ধরে বের করা হবে। এখনও পর্যন্ত অবশ্য আততায়ী অধরা।
গুলিবিদ্ধ তৃণমূল নেতা এসএসকেএম-এর ট্রমা কেয়ারে চিকিৎসাধীন রয়েছেন।