বিরোধীদের প্রবল প্রতিরোধ এবং বিক্ষোভের তোয়াক্কা না করেই লোকসভায় পাশ হয়ে গেল মোদী সরকারের উচ্চাকাঙ্ক্ষী নতুন প্রকল্প ‘G Ram G’ অর্থাৎ ‘বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’। দীর্ঘদিনের পরিচিত MGNREGA বা ১০০ দিনের কাজের প্রকল্পের পরিবর্তে এই নতুন মিশনটি চালু করতে চলেছে কেন্দ্র।
সংসদে নজিরবিহীন বিক্ষোভ: শুক্রবার লোকসভার অধিবেশন শুরু হতেই এই বিল নিয়ে সংঘাত চরমে পৌঁছায়। বিরোধী সাংসদদের অভিযোগ, এই নতুন আইনের ফলে গ্রামীণ ভারতের সাধারণ মানুষের কর্মসংস্থানের অধিকার খর্ব হতে পারে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, ক্ষুব্ধ বিরোধী সাংসদরা বিলের কপি ছিঁড়ে ফেলার পাশাপাশি স্পিকারের আসনের দিকে কাগজ ছুড়ে মারেন।
কী এই ‘G Ram G’ বিল? সরকারি সূত্রের খবর, এই নতুন বিলটির লক্ষ্য গ্রামীণ এলাকায় কর্মসংস্থান এবং জীবিকা নির্বাহের পদ্ধতিতে আধুনিকীকরণ আনা। ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যেই MGNREGA-র খোলনলচে বদলে এই ‘G Ram G’ মিশন আনার প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও বিরোধীদের দাবি, এটি আদতে গরিব মানুষের কাজের গ্যারান্টি কেড়ে নেওয়ার একটি কৌশল।
মুলতুবি লোকসভা: তুমুল হট্টগোল, শোরগোল এবং সাংসদদের স্লোগানে কান ঝালাপালা হওয়ার উপক্রম হয়। সভার শৃঙ্খলা ফিরিয়ে আনতে না পেরে স্পিকার অধিবেশন শুক্রবার পর্যন্ত মুলতুবি ঘোষণা করেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ১০০ দিনের কাজ প্রকল্প নিয়ে দীর্ঘদিনের যে বিতর্ক চলছিল, এই নতুন বিল পাসের ফলে তা এক নতুন মাত্রা পেল। এখন দেখার, গ্রাম বাংলার মানুষের কাছে এই নতুন মিশন কতটা গ্রহণযোগ্য হয়।