“১ লক্ষ মতুয়ার বলিদান দিতে রাজি!” শান্তনু ঠাকুরের মন্তব্যে জ্বলছে ঠাকুরবাড়ি, মমতাবালার নেতৃত্বে বিশাল বিক্ষোভ

এসআইআর (SIR) বা ভোটার তালিকা সংশোধন ইস্যু ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর। মঙ্গলবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর দাবি করেন, “৫০ লক্ষ রোহিঙ্গা, বাংলাদেশি ও পাকিস্তানি মুসলিমকে বাদ দিতে গিয়ে যদি আমার সম্প্রদায়ের এক লক্ষ মানুষকে ভোটদান থেকে বিরত থাকতে হয়, তাতেও কোনো আপত্তি নেই।” তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই বুধবার সকাল থেকে গর্জে ওঠেন ঠাকুরবাড়ির আরেক সদস্য তথা তৃণমূল নেত্রী মমতাবালা ঠাকুর।

মমতাবালার ডাকে কয়েক হাজার মতুয়া ভক্ত ঠাকুরবাড়িতে জমায়েত হয়ে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, বিজেপি সরকার পিছন থেকে মতুয়াদের পিঠে ছুরি মারছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, শান্তনু ও মমতাবালা—উভয় পক্ষের অনুগামীদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি ও হাতাহাতি শুরু হয়। শান্তনু ঠাকুর অবশ্য এই বিক্ষোভকে ‘মূর্খতা’ বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, বৃহত্তর স্বার্থে এবং অনুপ্রবেশকারী রুখতে এই ত্যাগটুকু করতে হবে। পাল্টা মমতাবালা শিবির সিদ্ধান্ত নিয়েছে, বিজেপির এই ‘মতুয়া বিরোধী’ অবস্থানের কথা লিফলেট ছাপিয়ে সাধারণ মানুষের দরজায় পৌঁছে দেওয়া হবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy