আবহাওয়া দফতরের জারি করা সতর্কতা শেষ পর্যন্ত সত্যি হলো। বিজয়া দশমীর দিনেই প্রকৃতির চরম রোষের মুখে পড়ল উত্তর ২৪ পরগনার সন্দেশখালি। মাত্র ১ মিনিটের এক বিধ্বংসী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল বিস্তীর্ণ এলাকা। ঝড়ের তাণ্ডবে পাথরঘাটা এবং হুলোপাড়ার শতাধিক বাড়ি তছনছ হয়ে গেছে।
২ গ্রাম বিপর্যস্ত, আহত ৮ জন
ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সন্দেশখালির এই দুটি গ্রাম। স্থানীয় সূত্রে খবর, ঝড়ের দাপটে বহু বাড়ি সম্পূর্ণ ভেঙে পড়েছে এবং গাছপালা উপড়ে গিয়েছে।
বিপর্যস্ত এলাকা: পাথরঘাটা ও হুলোপাড়া।
ক্ষয়ক্ষতি: শতাধিক বাড়ি তছনছ, বহু কাঁচাবাড়ি ভেঙে পড়েছে।
আহত: প্রাথমিকভাবে জানা গেছে, এই ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
যদিও ঝড়ের স্থায়িত্ব ছিল খুব কম, কিন্তু এর তীব্রতা ছিল মারাত্মক। আকস্মিক এই প্রাকৃতিক বিপর্যয়ের পর স্বাভাবিক জীবনযাত্রা পুরোপুরি বিপর্যস্ত। প্রশাসন দ্রুত উদ্ধারকাজ শুরু করেছে এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে।