“১ মিনিটে ১ কোটি!”-পার্টিতে মাত্র ৬ মিনিটের নাচে আকাশছোঁয়া দর নিলেন তামান্না

দক্ষিণী ছবির জগৎ থেকে বলিউড— সর্বত্রই এখন তামান্না ভাটিয়ার জয়জয়কার। বিশেষ করে তাঁর আইটেম নম্বরগুলো বক্স অফিসে ঝড় তোলে। তবে এবার কোনো সিনেমার জন্য নয়, বরং একটি লাইভ পারফরম্যান্সের পারিশ্রমিক নিয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন এই অভিনেত্রী। জানা যাচ্ছে, গোয়ার একটি নববর্ষের অনুষ্ঠানে মাত্র কয়েক মিনিটের নাচের জন্য তামান্না যে টাকা নিয়েছেন, তা অনেক বড় তারকার সিনেমার পারিশ্রমিকের সমান।

মিনিটে ১ কোটির ম্যাজিক: ৩১ ডিসেম্বর রাতে গোয়ার একটি নামী ক্লাবে বর্ষবরণের অনুষ্ঠানে পারফর্ম করেন তামান্না। সেখানে তাঁর সুপারহিট গান ‘আজ কি রাত’-এর তালে পা মেলান তিনি। সঙ্গে ছিলেন পাঞ্জাবি তারকা সোনম বাজওয়াও। সূত্রের খবর, এই অনুষ্ঠানে মাত্র ৬ মিনিটের একটি পারফরম্যান্সের জন্য তামান্না ৬ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। অর্থাৎ, মঞ্চে কাটানো প্রতি মিনিটের জন্য তাঁর পকেটে ঢুকেছে ১ কোটি টাকা!

নেটদুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া: এই খবর চাউর হতেই সোশ্যাল মিডিয়া দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। তামান্নার ভক্তরা যখন তাঁর এই সাফল্যে উচ্ছ্বসিত, তখন নেটিজেনদের একাংশ তীব্র কটাক্ষ করেছেন। অনেকের মতে, মাত্র কয়েক মিনিটের নাচের জন্য এত টাকা খরচ করা নিছক অর্থের অপচয় ছাড়া আর কিছুই নয়। যদিও এই বিপুল পারিশ্রমিক নিয়ে তামান্না বা তাঁর টিমের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বয়ান পাওয়া যায়নি।

সাফল্যের তুঙ্গে তামান্না: মাত্র ১৫ বছর বয়স থেকে অভিনয় জগতের সঙ্গে যুক্ত তামান্না। কোভিড-পরবর্তী সময়ে যেখানে বলিউডের অনেক বড় ছবি মুখ থুবড়ে পড়েছে, সেখানে দক্ষিণী তারকা হিসেবে তামান্না, অল্লু অর্জুন বা প্রভাসদের জনপ্রিয়তা কয়েক গুণ বেড়েছে। বর্তমানে তামান্নার হাতে তিনটি হিন্দি ছবি ছাড়াও বেশ কিছু বড় বাজেটের প্রজেক্ট রয়েছে। এই মুহূর্তে তিনি যে চলচ্চিত্র নির্মাতাদের অন্যতম পছন্দের নাম, তা তাঁর এই আকাশছোঁয়া পারিশ্রমিকই প্রমাণ করে দিচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy