বীরভূমের সাঁকরাইল ব্লকের ধানঘোরী, পালোইডাঙ্গা-সহ একাধিক এলাকায় বেশ কিছুদিন ধরেই একটি হনুমানের তাণ্ডবে চরম আতঙ্ক বিরাজ করছে। হঠাৎ বাড়িতে ঢুকে পড়া, দোকানে হামলা চালানো এবং পথচারীদের তাড়া করার মতো ঘটনায় স্থানীয়দের স্বাভাবিক জীবনযাত্রা কার্যত স্তব্ধ হয়ে পড়েছিল। প্রাণভয়ে দোকানপাট বন্ধ রাখা বা হাতে লাঠি নিয়ে রাতে পাহারা দেওয়ার মতো ঘটনাও দেখা গিয়েছিল।
যদিও কয়েকদিন ওই হনুমানের দেখা না মেলায় এলাকাবাসী কিছুটা স্বস্তি পেয়েছিলেন, কিন্তু সম্প্রতি ফের নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।
চার চাকার গাড়িতে ‘হিরো’ এন্ট্রি
এবার সেই হনুমানটি একেবারে সিনেমার পর্দার হিরোর ভঙ্গিতে একটি চার চাকার গাড়ির ওপরে বসে এলাকায় প্রবেশ করেছে। গাড়ির ছাদে বসে হনুমানটিকে এভাবে আসতে দেখে রাস্তার দু’ধারে দাঁড়িয়ে বিস্মিত নজরে তাকিয়ে ছিলেন সাধারণ মানুষ।
এই ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়তেই এলাকায় নতুন করে আতঙ্ক ও কৌতূহল ছড়িয়েছে। স্থানীয়দের মধ্যে আলোচনা তুঙ্গে উঠেছে যে, এত তাণ্ডব চালানোর পরও হনুমানটি কীভাবে গাড়ির ছাদে চড়ে এলাকায় ফিরল।
এলাকাবাসীর এখন একমাত্র দাবি, দ্রুত বন দফতর বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন ওই হনুমানটিকে নিরাপদে উদ্ধার করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে, যাতে তাঁরা আবার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পারেন।