হাসিনা জমানার অবসান, দেশ ফিরলেন তারেক; বিএনপির ‘যুবরাজ’ কি এবার বসবেন মসনদে?

দীর্ঘ ১৭ বছরের স্বেচ্ছা নির্বাসন কাটিয়ে অবশেষে বাংলাদেশের মাটিতে পা রাখলেন বিএনপি-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২০০৮ সাল থেকে লন্ডনে থাকা তারেক আজ ঢাকায় পৌঁছাতেই দেশজুড়ে এক অভূতপূর্ব উন্মাদনা তৈরি হয়েছে। বিমানবন্দর থেকে শুরু করে রাজপথ— সর্বত্রই বিএনপি নেতাকর্মীদের বাঁধভাঙা উচ্ছ্বাস। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৪ সালের জুলাই বিপ্লবে শেখ হাসিনা সরকারের পতনের পর তারেকের এই ফেরা বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মোড়।

১৯৬৫ সালের ২০ নভেম্বর প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার ঘরে জন্ম তারেকের। ছোটবেলা থেকেই রাজনৈতিক আবহে বেড়ে ওঠা তারেক ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হলেও মাঝপথে পড়াশোনা ছেড়ে ব্যবসায় মন দেন। তবে রাজনীতির টান তিনি এড়াতে পারেননি। বগুড়া থেকে শুরু করে ২০০২ সালে দলের যুগ্ম মহাসচিব হওয়া— অল্প সময়েই বিএনপির অন্যতম শক্তিশালী স্তম্ভ হয়ে ওঠেন তিনি। ২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতির অভিযোগে গ্রেফতার এবং পরে ২০০৮ সালে জামিন পেয়ে চিকিৎসার জন্য লন্ডনে পাড়ি দিয়েছিলেন তিনি।

হাসিনা জমানায় গ্রেনেড হামলা ও অর্থপাচারের মতো একাধিক মামলায় দণ্ডিত হওয়ায় তিনি দেশে ফিরতে পারেননি। তবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ইতিবাচক মনোভাব এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তাঁর ফেরার পথ সুগম হয়। বেগম জিয়ার শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে তারেক রহমানই বিএনপির প্রধান মুখ। ওয়াকিবহাল মহলের ধারণা, আগামী নির্বাচনে বিজয়ী হলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসনে বসার দৌড়ে তিনিই সবচেয়ে এগিয়ে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy