প্রতিবেদন: আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুক্রবার রাতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে শুধু ব্যাট হাতেই নয়, নিজের ব্যবহার দিয়েও কোটি কোটি মানুষের হৃদয় জিতে নিলেন হার্দিক পাণ্ডিয়া। প্রোটিয়া বোলারদের পিটিয়ে মাত্র ১৬ বলে অর্ধশতরান করে ভারতের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন তিনি। তবে ম্যাচের সব আলো কেড়ে নিল একটি অনভিপ্রেত ঘটনা এবং তার পরবর্তী হার্দিকের মানবিক আচরণ।
ঘটনাটি ঘটে হার্দিকের ব্যাটিং তাণ্ডবের সময়। তাঁর একটি বিশাল ছক্কা সটান গিয়ে লাগে বাউন্ডারি লাইনের পাশে দাঁড়িয়ে থাকা এক ক্যামেরাম্যানের হাতে। ভারী ডিউজ বলের আঘাতে ওই কর্মী বেশ চোট পান। বিষয়টি নজরে আসতেই খেলা শেষে হার্দিক নিজেই ছুটে যান তাঁর কাছে। নিজে হাতে আইস প্যাক ধরে দেন, দীর্ঘক্ষণ খোঁজখবর নেন এবং শেষমেশ তাঁকে উষ্ণ আলিঙ্গনে ভরিয়ে দেন। বিসিসিআই-এর শেয়ার করা এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল।
Heroes with Heart! 💙
Hardik Pandya 🤝 Cameraman 🎥#TeamIndia | #INDvSA | @hardikpandya7 | @IDFCFIRSTBank pic.twitter.com/Cn0YLBc6Ee
— BCCI (@BCCI) December 20, 2025
ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২৩১ রানের পাহাড় গড়ে। হার্দিকের ২৫ বলে ৬৩ এবং তিলক বর্মার দুরন্ত ৭৩ রানের ওপর ভর করে এই স্কোরে পৌঁছায় টিম ইন্ডিয়া। জবাবে ব্যাট করতে নেমে কুইন্টন ডি কক (৬৫) লড়াই করলেও বরুণ চক্রবর্তীর ৪ উইকেটের দাপটে ২০১ রানেই থমকে যায় দক্ষিণ আফ্রিকা। ৩০ রানে ম্যাচ জিতে ৩-১ ব্যবধানে সিরিজ দখল করল ভারত। ম্যাচ সেরার পুরস্কার হাতে হার্দিক বলেন, “আমি রেকর্ড নিয়ে ভাবি না, দলের জয়ই আসল। তবে যুবরাজ সিংয়ের রেকর্ডের ঠিক পরেই নিজের নাম দেখে গর্ব বোধ হচ্ছে।”