হাড়ভাঙা খাটুনির পর ছোট্ট লাইটে শিল্পকর্ম, মসুর ডাল, পালক ও পেন্সিলের শিসে প্রাণবন্ত প্রতিকৃতি ফোটান এই যুবক

পেশা এবং নেশার এই অদ্ভুত মিশেল অবাক করেছে পশ্চিম মেদিনীপুরের মানুষকে। দিনে হাতে রেঞ্জ ও স্ক্রু ড্রাইভার নিয়ে বাইক সারান, আর রাত হলেই ছোট্ট লাইটের নিচে বসে হাতে তুলে নেন পেন নাইফ ও রং তুলি। তিনি পশ্চিম মেদিনীপুরের কেশপুর এলাকার বাসিন্দা প্রসেনজিৎ কর, যিনি পেশায় বাইক মেকানিক হলেও, তাঁর নেশা হলো ক্ষুদ্র শিল্প (Micro Art)

অদ্ভুত নেশার জগৎ

  • ২৫ বছরের শিল্পকর্ম: দীর্ঘ ২৫ বছর ধরে তিনি মিনিয়েচার আর্ট বা ক্ষুদ্র শিল্পের কাজ করছেন।

  • বিচিত্র ক্যানভাস: প্রসেনজিৎ তাঁর এই শিল্প নিপুণতা ফুটিয়ে তোলেন অত্যন্ত ক্ষুদ্র জিনিসে। কখনও পালকের উপর, কখনও চালের দানার উপর, আবার কখনও মসুর ডালে তিনি প্রতিকৃতি আঁকেন।

  • হাড়ভাঙা পরিশ্রম: সকাল থেকে সন্ধ্যা গ্যারেজে হাড়ভাঙা খাটুনি দেওয়ার পর, পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে রাত জেগে চলে তাঁর এই সৃজনশীল শিল্পকর্ম।

বিখ্যাত প্রতিকৃতি ও সম্মান

প্রসেনজিতের হাতের কাজ এতটাই নিপুণ যে, পালকের উপর আঁকা পোর্ট্রেটগুলি যেন প্রাণবন্ত হয়ে ওঠে। তিনি তাঁর এই ক্ষুদ্র শিল্পের মাধ্যমে বহু সম্মান অর্জন করেছেন।

  • উল্লেখযোগ্য সৃষ্টি: তিনি কখনও পেন্সিলের শিস কেটে নানা ছবি ফুটিয়ে তুলেছেন, কখনও আবার পালকের উপর ভারতের রাষ্ট্রপতির প্রতিকৃতি কিংবা ক্রিকেটের গৌরব সৌরভ গাঙ্গুলীর ছবি এঁকেছেন। চালের দানার উপর সপরিবারে দশভূজার ছবি ফুটিয়ে তুলেও তিনি সাড়া ফেলেছেন।

পেশাগতভাবে গ্যারেজে কাজ করে পেট চালালেও, প্রান্তিক এলাকার এই যুবকের সৃষ্টিশীলতা সকলকে মুগ্ধ করেছে। বাইক সারানোর কাজে যেমন তাঁর শিল্প নিপুণতা দেখা যায়, তেমনই আবার রাত জেগে রং তুলির আঁচড় কেটে তিনি নতুন ছবি ফুটিয়ে তোলেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy