হাওড়ার উলুবেড়িয়ায় ভয়াবহ পুলকার দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল স্কুল গাড়ি, মৃত্যু ৩ পড়ুয়ার!

হাওড়ার উলুবেড়িয়ায় একটি মর্মান্তিক পুলকার দুর্ঘটনায় তিন স্কুল পড়ুয়ার মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে এই দুর্ঘটনাটি ঘটে। জগদীশপুরের একটি বেসরকারি ‘কিন্ডার গার্ডেন’ স্কুল ছুটি হওয়ার পর ক্ষুদে পড়ুয়াদের নিয়ে বাড়ি ফেরার পথে স্কুল গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি রাস্তার পাশের পুকুরে পড়ে যায়।

পুকুরে ডুবে মৃত্যু ৩ শিশুর

 

  • দুর্ঘটনার স্থান ও সময়: সোমবার বিকেল প্রায় ৩.৩০ মিনিট নাগাদ উলুবেড়িয়া থানার বহিরা শ্মশানতলার কাছে এই দুর্ঘটনা ঘটে।

  • বিপর্যয়: চারাচালা স্কুল গাড়িটি বহিরার উদ্দেশে যাওয়ার পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। দুর্ঘটনার সময় গাড়ির মধ্যে মোট ৫টি শিশু আটকে পড়েছিল।

  • উদ্ধার: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার পর দুটি শিশু কোনোমতে গাড়ি থেকে বেরিয়ে আসতে পারলেও, বাকি তিনটি শিশু গাড়ির মধ্যে আটকে পড়ে

  • হতাহত: স্থানীয় মানুষ দ্রুত উদ্ধারের কাজে নেমে আহত শিশুদের উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তিনটি শিশুকে মৃত বলে ঘোষণা করেন। বাকি কয়েকজন পড়ুয়া আহত হয়েছে।

খবর পেয়ে উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy