হাওড়ায় রেলের চরম গাফিলতি, সাঁতরাগাছি স্টপেজ মিস, লাইন ধরে হেঁটে স্টেশনে ফিরলেন কয়েকশো যাত্রী

বুধবার হাওড়ার সাঁতরাগাছি স্টেশনের কাছে দেখা গেল এক নজিরবিহীন ও অত্যন্ত বিপজ্জনক দৃশ্য। রামরাজাতলার দিক থেকে সাঁতরাগাছি স্টেশনের দিকে পরপর পাতা রেললাইন ধরে হাঁটছেন কয়েকশো যাত্রী। যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত, এমন কাণ্ড দেখে প্রত্যক্ষদর্শীরা অবাক হয়ে যান।

জানা যায়, একটি দূরপাল্লার ট্রেন সাঁতরাগাছি স্টেশনে না দাঁড়িয়েই এগিয়ে যেতে শুরু করে। সাঁতরাগাছিতে স্টপেজ থাকা সত্ত্বেও ট্রেনটি রামরাজাতলা স্টেশনের দিকে এগোচ্ছে দেখে যাত্রীরা হইচই শুরু করেন। এর পরই ট্রেনটি থামানো হয়। সঙ্গে সঙ্গে কয়েকশো যাত্রী ট্রেন থেকে নেমে পড়েন এবং কাঁধে ও মাথায় ব্যাগ নিয়ে রেললাইন ধরেই সাঁতরাগাছি স্টেশনের দিকে হেঁটে যেতে শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক-দু’জন নয়, পুরুষ ও মহিলা মিলিয়ে একসঙ্গে এত সংখ্যক মানুষকে লাইন ধরে হাঁটতে দেখে সাঁতরাগাছি ব্রিজে যাতায়াতকারী বহু মানুষ দাঁড়িয়ে পড়েন।

স্থানীয়দের উদ্বেগ:

স্থানীয়দের কথায় জানা যায়, মাঝেমধ্যেই এমন ঘটনা দেখা যায় যে, স্টেশনে ঢোকার আগে ট্রেন ধীরগতি হলে কিছু মানুষ সুযোগ বুঝে ঝুঁকি নিয়ে নেমে পড়েন। তবে এদিন একসঙ্গে এত সংখ্যক মানুষকে রেললাইনের উপর দিয়ে হাঁটতে দেখে স্থানীয়রাও আতঙ্কিত হন। এই ঘটনা রেল কর্তৃপক্ষের চরম গাফিলতির দিকে ইঙ্গিত করছে, যা যাত্রীদের জীবন ঝুঁকির মুখে ফেলে দিয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy