গাজায় চলমান সংঘাতের বিষয়ে ইসরায়েলের নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়ায়েল জামিরকে কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যদি পুরো গাজা উপত্যকা দখল করার পরিকল্পনা তার না থাকে, তাহলে তাকে পদত্যাগ করতে হবে।
সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরের সূত্র উদ্ধৃত করে ‘জেরুজালেম পোস্ট’ জানিয়েছে, সেনাপ্রধানকে উদ্দেশ্য করে একটি লিখিত বার্তায় নেতানিয়াহু বলেছেন, “আমাদের লক্ষ্য পুরো গাজা দখল করা। এজন্য গাজার সর্বত্র আমাদের অভিযান চালাতে হবে। এমনকি যেসব অঞ্চলে আমরা ইসরায়েলি জিম্মিদের লুকিয়ে রাখা হয়েছে বলে সন্দেহ করছি, সেখানেও অভিযান চালানো হবে।” তিনি আরও বলেন, “আমাদের এই লক্ষ্য যদি আপনার পছন্দ হয়, তাহলে দায়িত্ব পালন করুন, নয়তো ইস্তফা দিন।”
এই প্রসঙ্গে উল্লেখ্য, গত জানুয়ারিতে ইসরায়েলের সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালেভি পদত্যাগ করেছিলেন। তিনি পদত্যাগের কারণ হিসেবে বলেছিলেন যে, গাজায় হামাসকে সম্পূর্ণভাবে ধ্বংস করার মূল লক্ষ্য পূরণ হয়নি। তার পদত্যাগের দু’মাস পর মার্চ মাসে লেফটেন্যান্ট জেনারেল ইয়ায়েল জামির নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেন।
এদিকে, আজ মঙ্গলবার সকালে নেতানিয়াহু তার মন্ত্রিসভার একটি বর্ধিত বৈঠক ডেকেছেন। এই বৈঠকের প্রধান আলোচ্য বিষয় হলো গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি।
নেতানিয়াহুর এই কড়া বার্তার প্রতিক্রিয়ায় হামাস জানিয়েছে, তারা এই ধরনের বার্তাকে গুরুত্ব দিচ্ছে না। হামাসের একজন মুখপাত্র বলেন, “আমরা তার বার্তাটিকে গুরুত্ব দিচ্ছি না। তার মূল লক্ষ্য যে পুরো গাজা দখল করা, তা আমরা আগে থেকেই জানি।”