হবু বরের সঙ্গে ডেটিং, কিন্তু গোপন সম্পর্ক অন্য নায়কের সঙ্গে! বিয়ে ভাঙলেন অভিনেতা?

টলিপাড়ার (Tollywood) সম্পর্কের সমীকরণ সবসময়েই জটিল। রোজই শোনা যায় প্রেম, বিচ্ছেদ বা বিয়ে ভাঙার খবর। সম্প্রতি, টলিপাড়ায় এখন আলোচনার কেন্দ্রে এক জনপ্রিয় নায়িকার বিয়ে ভেঙে যাওয়ার ঘটনা। আগামী বছরের শুরুতেই তাঁর বিয়ের কথা পাকা হলেও, আচমকাই সেই পরিকল্পনা বাতিল হয়। আর এই বিয়ে ভাঙার নেপথ্যে উঠে আসছে নায়িকার অন্য সম্পর্কে লিপ্ত হওয়ার গুরুতর অভিযোগ।

সূত্রের খবর, যে নায়কের সঙ্গে নায়িকার সম্পর্ক ছিল, তিনিও ফিল্ম ইন্ডাস্ট্রির চেনা মুখ এবং দু’জনের পরিবারই বেশ সম্ভ্রান্ত। বিদেশ ভ্রমণ দিয়ে তাঁদের প্রেম প্রকাশ্যে আসে। এই বছরের পুজোতেও তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল। এমনকি, ২০২৬ সালের জানুয়ারিতে তাঁদের চারহাত এক হওয়ার কথা ছিল এবং বিয়ের ভেন্যুও নাকি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু নভেম্বরে হঠাৎই ব্রেকআপের খবর সামনে আসে।

বিয়ে ভাঙার কারণ সম্পর্কে সেই সময় স্পষ্ট কিছু জানা না গেলেও, টলিপাড়ার অন্দরমহলের ফিসফাস এখন অন্য দিকে ইঙ্গিত করছে। ইন্ডাস্ট্রির খবর, হবু বউ অর্থাৎ সেই নায়িকা নাকি অন্য একজন অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। শুধু তাই নয়, অভিযোগ— সেই নতুন সম্পর্কের সঙ্গে নায়িকা শারীরিক সম্পর্কেও লিপ্ত হন। হবু বরের কানে এই খবর পৌঁছাতেই পরিস্থিতি চরমে ওঠে।

জানা গিয়েছে, এই ব্যাপারটি কোনওভাবেই মেনে নিতে পারেননি প্রথম পক্ষের সেই অভিনেতা। আর তাই তিনি সটান বিয়ে বাতিল করার সিদ্ধান্ত নেন। এই অপ্রত্যাশিত ঘটনা দুই সম্ভ্রান্ত পরিবারের ওপর মারাত্মক প্রভাব ফেলেছে।

তবে বিয়ে ভাঙার পর নায়িকা নাকি বেশ ‘স্বাভাবিক’ আছেন। ব্রেকআপের পর তিনি সোলো ট্রিপে বেরিয়ে পড়েছেন এবং সোশ্যাল মিডিয়ায় ঘন ঘন ছবি পোস্ট করছেন। যদিও তাঁর ট্রিপে তিনি একা আছেন, না তাঁর সেই ‘নতুন সঙ্গী’ও আছেন, সেই বিষয়ে কোনো নিশ্চিত খবর মেলেনি।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy