দীর্ঘ কয়েক দশকের অপেক্ষা আর ভোগান্তির অবসান। স্বাধীনতার পর এই প্রথম নিজস্ব শ্মশানঘাট পেতে চলেছে নকশালবাড়ির হাতিঘিসা গ্রাম পঞ্চায়েতের বীরসিং জোত গ্রাম। রাজ্য সরকারের ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের সৌজন্যে বছরের শেষ দিনে শুরু হল এই বহু প্রতীক্ষিত কাজ। বুধবার এই প্রকল্পের শিলান্যাস হতেই খুশির হাওয়া ছড়িয়ে পড়েছে বীরসিং জোত সহ সংলগ্ন ৪টি গ্রামে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এলাকায় রাস্তাঘাট বা ড্রেনের চেয়েও বড় সমস্যা ছিল শ্মশানঘাটের অভাব। মৃতদেহ সৎকার করতে অনেক দূর যেতে হতো গ্রামবাসীদের। বিশেষ করে বর্ষাকালে খোলা আকাশের নীচে সৎকার করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হতো। বছরের পর বছর সরকারি দফতরে ঘুরেও সুরাহা হয়নি। অবশেষে গত অগাস্ট মাসে ‘পাড়া সমাধান’ ক্যাম্পে গ্রামবাসীরা আবেদন জানান। আর ডিসেম্বরের শেষ দিনে সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে শুরু করল।
এদিন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষ এই প্রকল্পের শিলান্যাস করেন। তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি বুথের উন্নয়নের জন্য এই প্রকল্পের আওতায় ১০ লক্ষ টাকা বরাদ্দ করেছেন। সেই তহবিল থেকেই বীরসিং জোত, কেটুগাবুর জোত ও ভেল্টা জোতের মানুষের দীর্ঘদিনের সমস্যা মিটতে চলেছে। স্থানীয়দের কথায়, “আমাদের আবেদন যে এত দ্রুত কার্যকর হবে তা ভাবিনি। এবার আর মৃতদেহ নিয়ে মাইলের পর মাইল হাঁটতে হবে না।”