স্তন ক্যানসার সচেতনতা মাস, প্রাথমিক লক্ষণ চিহ্নিত হলেই সম্ভব নিরাময়, সেলফ এক্সামিনেশন-এর গুরুত্ব নিয়ে বার্তা দিলেন চিকিৎসকরা

অক্টোবর মাস বিশ্বজুড়ে ‘স্তন ক্যানসার সচেতনতা মাস’ (Breast Cancer Awareness Month) হিসেবে পালিত হয়। এই সময়ে চিকিৎসকরা জোর দিচ্ছেন একটি মৌলিক বার্তার ওপর: প্রাথমিক লক্ষণগুলি দ্রুত চিহ্নিত করাটাই মূল। কারণ দ্রুত শনাক্তকরণ হলে সঠিক চিকিৎসার মাধ্যমে স্তন ক্যানসার থেকে রোগী সম্পূর্ণ সেরে উঠতে পারে।

মধ্যপ্রদেশের কৃষ্ণা ভট্টাচার্য (৪৭) এবং হুগলির সরোজু ঘোষের (৫০) মতো বহু মানুষই সঠিক সময়ে রোগ শনাক্ত করে আজ স্বাভাবিক জীবনে ফিরেছেন। গ্লোবোক্যান (IARC/WHO)-এর ২০২২ সালের তথ্য অনুযায়ী, ভারতে নতুন স্তন ক্যানসার রোগীর সংখ্যা ১ লক্ষ ৯২ হাজার ২০ জন, যা পরিস্থিতি কতটা গুরুতর তা স্পষ্ট করে।

স্তন ক্যানসারের প্রধান লক্ষণ কী?
সার্জিক্যাল অনকোলজিস্ট চিকিৎসক পূজা আগরওয়াল এবং চিকিৎসক নেহা চৌধুরীর মতে, স্তন ক্যানসারের প্রাথমিক লক্ষণগুলি হলো:

ব্যথা ছাড়াই ফোলাভাব বা মাংসপিণ্ড: স্তনে শক্ত গাঁট বা মাংসপিণ্ড থাকা, তা ব্যথা দিক বা না দিক, অবহেলা করা বিপজ্জনক।

স্তনের আকার ও রঙের পরিবর্তন: স্তনের আকৃতি হঠাৎ বদলে যাওয়া বা স্তনবৃন্তের রঙের পরিবর্তন।

রস নিঃসৃত হওয়া: স্তনবৃন্ত থেকে অস্বাভাবিক রস নিঃসৃত হওয়া।

ঝুঁকি বাড়ায় কোন কারণগুলি?
চিকিৎসকদের মতে, শিশুদের বুকের দুধ না-খাওয়ানো একটি কারণ হলেও এটি একমাত্র কারণ নয়। এর পাশাপাশি একাধিক কারণ স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ায়:

হরমোনজনিত কারণ: যাদের মাসিক খুব আগে শুরু হয় বা অনেক দেরিতে শেষ হয়, তাদের শরীরে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা বেশি থাকে, যা ঝুঁকি বাড়াতে পারে।

লাইফস্টাইল: অতিরিক্ত মদ্যপান ও তামাকসেবন।

পারিবারিক কারণ: জিনগত কারণও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কম বয়সীদের মধ্যে বাড়ছে ঝুঁকি: কী করবেন?
চিকিৎসক পূজা আগরওয়ালের মতে, ভারতে তুলনামূলক কম বয়সিদের মধ্যেই স্তন ক্যানসার বেশি দেখা যাচ্ছে। তাই ৪০ বছর পেরনো সব মহিলাকেই বছরে অন্তত একবার ম্যামোগ্রাফি করানোর পরামর্শ দেন তিনি।

তবে চিকিৎসক নেহা চৌধুরী মনে করেন, ম্যামোগ্রাফি অনেকের নাগালের বাইরে। তাই নিয়মিত সেলফ এক্সামিনেশন বা নিজেই নিজের স্তন পরীক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ। ইন্টারনেটে এখন সহজেই এই পদ্ধতি শেখা যায়।

হোমিওপ্যাথি নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা
এই ধরনের চিকিৎসার জন্য অনেকেই হোমিওপ্যাথির ওপর ভরসা রাখেন। সেক্ষেত্রে চিকিৎসকরা সতর্ক করে বলেন, “আমরা মর্ডান চিকিৎসায় বিশ্বাসী। হোমিওপ্যাথিতে অনেক সময় লাগে। যে সময়টা কিন্তু ক্যানসারের মতো রোগের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।”

চিকিৎসকদের মত, শুধু শহর নয়, গ্রামাঞ্চলেও স্তন ক্যানসার নিয়ে ব্যাপক সচেতনতা গড়ে তোলা এবং সরকার ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগেই এই লড়াইকে আরও শক্তিশালী করা জরুরি।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy